বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

আইডিয়ালের আঙিনায় যেতে পারবেন না মুশতাক

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২১ আগস্ট ২০২৩, ০২:৪৫ পিএম

শেয়ার করুন:

আইডিয়ালের আঙিনায় যেতে পারবেন না মুশতাক
সদ্য পদত্যাগ করা মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির সদস্য খন্দকার মুশতাক আহমেদ। ফাইল ছবি

ধর্ষণের অভিযোগের মামলায় মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির সদস্য খন্দকার মুশতাক আহমেদের জামিন বহাল রাখা হয়েছে। তবে আদালত বলেছেন, মুশতাক গভর্নিং বডির কোনো কর্মকাণ্ড এবং মিটিংয়ে অংশ নিতে পারবেন না ও স্কুলের সীমানায় যেতে পারবেন না।

সুপ্রিম কোর্টের আপিল বিভাগের চেম্বার বিচারপতি এম ইনায়েতুর রহিম রোববার (২০ আগস্ট) এ আদেশ দেন।


বিজ্ঞাপন


সোমবার (২১ আগস্ট) সহকারী অ্যাটর্নি জেনারেল মুহাম্মদ সাইফুল আলম ঢাকা মেইলকে বিষয়টি জানিয়েছেন।

এর আগে, গত ১৭ আগস্ট মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির দাতা সদস্য ৬০ বছর বয়সী খন্দকার মুশতাক আহমেদকে বিয়ে করা আইডিয়ালের ছাত্রীকে নিরাপদ হেফাজতে পাঠানোর নির্দেশ দেন হাইকোর্ট। একইসঙ্গে অভিযুক্ত মুশতাককে আগাম জামিন দেন আদালত।

এআইএম/এমএইচএম

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর