বুধবার, ৮ মে, ২০২৪, ঢাকা

বাংলাদেশি কর্মী নেবে স্লোভেনিয়া, বেতন প্রায় ১ লাখ 

চাকরি ডেস্ক
প্রকাশিত: ১৫ আগস্ট ২০২২, ১০:৫২ এএম

শেয়ার করুন:

বাংলাদেশি কর্মী নেবে স্লোভেনিয়া, বেতন প্রায় ১ লাখ 

বাংলাদেশ থেকে কর্মী নেবে স্লোভেনিয়া। বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) মাধ্যমে জরুরি ১০ কর্মী নেবে দেশটি। রিইনফোর্সিং আয়রন ওয়ার্কার্স (রড বাইন্ডার) পদে এসব কর্মী নেওয়া হবে। 

পদের নাম: রিইনফোর্সিং আয়রন ওয়ার্কার্স (রড বাইন্ডার)


বিজ্ঞাপন


পদ সংখ্যা: ১০টি 

চাকরিতে যোগ দেওয়ার জন্য স্লোভেনিয়ায় যাওয়ার বিমানভাড়া এবং সন্তোষজনকভাবে চাকরি শেষে দেশে ফেরার বিমানভাড়া নিয়োগকারী প্রতিষ্ঠান প্রদান করবে 

অভিজ্ঞতা: সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ৮ বছরের অভিজ্ঞতা থাকতে হবে

চাকরির ধরন: চুক্তিভিত্তিক 


বিজ্ঞাপন


চাকরির মেয়াদ: চার বছর (বাড়ার সম্ভাবনা রয়েছে) 

boesl

কর্মঘণ্টা: দৈনিক ৮ ঘণ্টা, সপ্তাহে ৬ দিন ডিউটি করতে হবে।

সুযোগ-সুবিধা: বছরে ছুটি ১৫ দিন (প্রয়োজনীয় আসবাবসহ থাকা এবং কর্মস্থলে যাতায়াতের ব্যবস্থা নিয়োগকারী কোম্পানি দেবে। তবে খাবারের খরচ নিজের) 

বয়সসীমা: অনূর্ধ্ব ৪০ বছর (যারা এর আগে সিঙ্গাপুর, দুবাই অথবা মধ্যপ্রাচ্যে এই পদে কর্মরত ছিলেন, তাঁদের অগ্রাধিকার দেওয়া হবে) 

যেতে খরচ: নির্বাচিত প্রার্থীদের বোয়েসেলের নির্ধারিত সার্ভিস চার্জ ও অন্যান্য সরকারি ফি দিতে হবে।

বেতন: ১ হাজার ইউরো (প্রায় ৯৭,৪৮৬ টাকা) মাসিক

আবেদন যেভাবে: চাকরি সম্পর্কে বিস্তারিত জানতে এবং আবেদন করতে এই লিংকে ক্লিক করুন 

আবেদনের সময়সীমা: ১৭ আগস্ট, ২০২২ 

এনএম

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর