শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

চাকরি নিয়ে যে ১০ উক্তি অবশ্যই জানা উচিত

চাকরি ডেস্ক
প্রকাশিত: ২৭ জুলাই ২০২২, ০৪:০৪ পিএম

শেয়ার করুন:

চাকরি নিয়ে যে ১০ উক্তি অবশ্যই জানা উচিত

একজন ব্যক্তির জীবনে খুবই গুরুত্বপূর্ণ বিষয় চাকরি। কেউ কেউ মনের মতো কাজ পান, কর্মক্ষেত্র হয় স্বপ্নের মতো। আবার কারো কারো ক্ষেত্রে কাজের জায়গাটি থাকে বেশ অপছন্দনীয়। যুগ যুগ ধরে সফল ব্যক্তি, মনিষী, বিখ্যাতরা চাকরি নিয়ে নানা কথা বলে গেছেন। এমনই কিছু উক্তি চলুন জেনে নিই। 

১. নিজের পছন্দমত একটি চাকরি পছন্দ করুন। দেখবেন বছরে আপনার একটি দিনও ইচ্ছার বিরুদ্ধে কাজ করতে হচ্ছে না।— কনফুসিয়াস


বিজ্ঞাপন


২. যদি কোনো চাকরির সুযোগ না আসে তবে অন্যদের চাকরির সুযোগ করে দেয়ার ব্যবস্থা করো।— মিল্টন বারলে

job৩. চাকরির প্রতি ভালোবাসা নিয়ে আসতে পারে আপনার কাজে নিপুণতা।— সংগৃহীত

৪. চাকরি শুধুই চাকরি নয়, বরং চাকরি হলো সেটিই যা তোমাকে নির্দেশ করে।— আব্রাহাম লিংকন

৫. আপনি যে চাকরিই করেন না কেন তাকেও আপনি মহৎ বানাতে পারবেন কেবল কাজকে ভালোবাসার মাধ্যমে।– সংগৃহীত 


বিজ্ঞাপন


job৬. একটি নতুন চাকরি হলো একটি ফাকা বইয়ের মতো যার লেখক হলেন আপনি।— বিল গেটস

৭. কোম্পানি আপনার চাকরির নিরাপত্তা দেয় না। বরং আপনার কাস্টমার সন্তুষ্ট হলেই তা ঠিক থাকে।— জ্যাক ওয়েলচ

৮. একটি চাকরি শুধু আয়ের পথই নয় বরং আপনার সম্মান, আশা এবং উদ্দেশ্যের পরিচায়ক।— লেইলা জানাহ

job৯. প্রত্যেক চাকরিই ভালো যদি আপনি এতে আপনার সর্বোচ্চ দিতে পারেন।— লওরা ইনগালস উইল্ডার

১০. তোমার চাকরির গুরুত্ব বোঝার সবচেয়ে সহজ উপায় হলো নিজেকে এটি ছাড়া ভাবা। অর্থাৎ কোনো চাকরি না থাকলে তোমার অবস্থা কী হতো তা ভাবা।— অস্কার ওয়াইল্ড

এনএম

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর