শুক্রবার, ৩ মে, ২০২৪, ঢাকা

মাধ্যমিক পাসে যেসব সরকারি চাকরি মেলে

চাকরি ডেস্ক
প্রকাশিত: ২৫ ফেব্রুয়ারি ২০২২, ১২:২৩ পিএম

শেয়ার করুন:

মাধ্যমিক পাসে যেসব সরকারি চাকরি মেলে

চাকরি যেনো সোনার হরিণ। একটা চাকরি পেতে কত চেষ্টা-প্রচেষ্টা। কাঙ্খিত চাকরি পেতে লাগে কাঙ্খিত যোগ্যতা। এক এক চাকরিতে এক এক ধরনের যোগ্যতা লাগে। মাধ্যমিক পাশ করে যেমন বিসিএস ক্যাডার হওয়া যায় না, তেমনি মাস্টার্স পাশ করে পিওনের চাকরি দৃষ্টিকটুর।

তাই আপনাকে জানতে হবে কোন ধরনের একাডেমিক যোগ্যতায় কী ধরনের চাকরি মেলে। জানুন মাধ্যমিক পাশ করার পর আপনি যেসব চাকরির জন্য আবেদন করে নিয়োগ পেতে পারেন। 


বিজ্ঞাপন


মাধ্যমিক পাশে আপনি নিয়োগ পেতে পারেন রেলের পিওন, হেল্পার, খালাসি, পোর্টার, গ্যাংম্যান, পয়েন্টসম্যান, ট্র্যাকমান, গেটম্যান, সাফাইওয়ালা, ওয়েটার, ক্লিনার ইত্যাদিতে পদে। 

মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসে মোটর ড্রাইভার, চৌকিদার, সাফাইওয়ালা, মিটার রিডার, কেনম্যান, স্টোর কিপার- পিওন ইত্যাদি পদেও নিয়োগ পাওয়া যাবে।

bangladesh armyএছাড়াও বিভিন্ন আদালতের প্রসেস সার্ভার, পিওন ইত্যাদি পদেও আবেদন করতে পারবেন। 

মাধ্যমিক পাশের পর যোগ দিতে পারেন পুলিশের কনস্টেবল, আর্মির সোলজার, এয়ার ফোর্সের বিমান সেনা, বর্ডার গার্ডের সৈনিক পদে। নৌবাহিনীতেও নাবিক পদে নিয়োগ পেতে পারেন। 


বিজ্ঞাপন


আবেদন করতে পারবেন বাহিনীগুলোতে বেসমরিক স্টাফ হিসেবেও। যেমন মাল্টিটাস্কিং স্টাফ ( ফরাশ, পিওন, জমাদার, বেয়ারা, চৌকিদার, মালি, ইত্যাদি পদে। এছাড়াও আবেদন করতে পারেন যন্ত্রাংশ তৈরির   সরঞ্জামের কারখানায়, ফায়ারম্যান হিসেবে,

নিয়োগ পেতে পারেন  পুলিশে জেল ওয়ার্ডার/ ওয়ার্ডার,   মেলগার্ড/ পোস্টম্যান ও গ্রামীণ ডাকসেবক হিসেবেও। 

এত গেলো সরকারি চাকরির ফিরিস্তি। মাধ্যমিক পাশের পর চাইলে  বিভিন্ন বেসরকারি সংস্থাও চাকরিতে পেতে পারেন। এর আছে মেসেঞ্জার, ড্রাইভার, অফিস সহায়ক ইত্যাদি পদ। 

এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর