সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। প্রতিষ্ঠানটির সৈয়দ মুজতবা আলী হলে ৫টি ভিন্ন পদে ৫ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ফরমের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় আগামী ১৯ জুলাই।
১. পদের নাম: হল সুপারভাইজার
পদ সংখ্যা: ১টি
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক ডিগ্রি বা সমমান পরীক্ষায় পাস ও
অন্যান্য যোগ্যতা: কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিংয়ে ইংরেজি ও বাংলা টাইপিংয়ে পারদর্শী হতে হবে সরকারি, আধা–সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট কাজের অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে
বেতন স্কেল: ১২,৫০০–৩০,২৩০ টাকা
বিজ্ঞাপন
২. পদের নাম: মুয়াজ্জিন
পদ সংখ্যা: ১টি
শিক্ষাগত যোগ্যতা: বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে ফাজিল অথবা কোনো কওমি মাদ্রাসা থেকে সমমানের পরীক্ষায় উত্তীর্ণ
হাফেজ বা কারি প্রার্থী অগ্রাধিকার যোগ্য
অভিজ্ঞতা: কোনো মসজিদে ন্যূনতম পাঁচ বছর প্রধান খাদিম বা খাদিম হিসেবে কাজ করার অভিজ্ঞতা
অন্যান্য যোগ্যতা: বিশুদ্ধ কোরআন তিলাওয়াতে সক্ষমতা ও মাসয়ালা-মাসায়েলে পাণ্ডিত্য
বেতন স্কেল: ১২,৫০০-৩০,২৩০ টাকা
৩. পদের নাম: অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্ট্যান্ট
পদ সংখ্যা: ১টি
শিক্ষাগত যোগ্যতা: বাণিজ্যে স্নাতক ডিগ্রি
অন্যান্য যোগ্যতা: কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিংয়ে ইংরেজি এবং বাংলা টাইপিংয়ে পারদর্শী হতে হবে
হিসাব সংশ্লিষ্ট কাজের অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে
বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা
৪. পদের নাম: প্লাম্বার
পদ সংখ্যা: ১টি
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি বা সমমান পাস
অন্যান্য যোগ্যতা: সংশ্লিষ্ট কাজে ট্রেড কোর্স ছয় মাস মেয়াদি থাকতে হবে
সরকারি, আধা–সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট কাজের অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে
বেতন স্কেল: ৯,০০০-২১,৮০০ টাকা
৫. পদের নাম: সহকারী ইলেকট্রিশিয়ান
পদ সংখ্যা: ১টি
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি বা সমমান পাস। ট্রেড সার্টিফিকেট অথবা অষ্টম শ্রেণি পাস
অভিজ্ঞতা: ট্রেড সার্টিফিকেটসহ বিশ্ববিদ্যালয়, সরকারি, আধা–সরকারি বা স্বায়িত্তশাসিত প্রতিষ্ঠানে তিন বছর কাজের অভিজ্ঞতা
বেতন স্কেল: ৯,০০০-২১,৮০০ টাকা
বিজ্ঞাপন
বয়সসীমা: সর্বোচ্চ ৩০ বছর (মুক্তিযোদ্ধাদের সন্তান বা শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়সসীমা ৩২ পর্যন্ত শিথিলযোগ্য)
আবেদন যেভাবে: নির্ধারিত আবেদন ফরম অফিস চলাকালীন রেজিস্ট্রার দফতর থেকে সরাসরি অথবা ১০ টাকা মূল্যের অব্যবহৃত ডাকটিকিটসহ নিজ ঠিকানাসংবলিত খাম পাঠিয়ে সংগ্রহ করা যাবে
বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকেও আবেদন ফরম ডাউনলোড করা যাবে।
আবেদন ফি: ১ থেকে ৩ নম্বর পদের জন্য ২০০ টাকা
৪ ও ৫ নম্বর পদের জন্য ১৫০ টাকা
আবেদনপত্র পাঠানোর ঠিকানা: রেজিস্ট্রার, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট
আবেদনের সময়সীমা: ১৯ জুলাই, ২০২২
এনএম