জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলানিউজ২৪। দুটি ভিন্ন বিভাগে বেশ কয়েকটি পদে কর্মী নিয়োগ দেবে প্রতিষ্ঠানটি। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় আগামী ১০ জুলাই।
বিভাগের নাম: মাল্টিমিডিয়া বিভাগ
যেসব পদে নিয়োগ দেওয়া হবে-
• মোজো রিপোর্টার
• নিউজরুম এডিটর
• ভিডিও এডিটর
• স্যোশাল মিডিয়া ম্যানেজার
• অফিস সাপোর্টিং স্টাফ
• ড্রাইভার/চালক
• স্টোর কিপার
বিজ্ঞাপন
বিভাগের নাম: স্টুডিও
যেসব পদে নিয়োগ দেওয়া হবে-
• অ্যাসোসিয়েট প্রডিউসার
• ব্রডকাস্ট ইঞ্জিনিয়ার
• সহ. ব্রডকাস্ট ইঞ্জিনিয়ার
• সহকারী প্রডিউসার
• নিউজ প্রেজেন্টার কাম রিপোর্টার/ এক্সপ্লেনার
• সহকারী সাউন্ড ইঞ্জিনিয়ার
• সুইচার
• লাইটম্যান
• ক্যামেরাম্যান
আরও পড়ুন-
প্রয়োজনীয় যোগ্যতা:
• সাংবাদিকতা বা সংশ্লিষ্ট বিষয়ে পড়াশোনা থাকলে অগ্রাধিকার
• সংশ্লিষ্ট বিষয়ে কাজে অভিজ্ঞদের অগ্রাধিকার দেওয়া হবে
• বেতন আলোচনা সাপেক্ষে
বিজ্ঞাপন
আবেদন পাঠানোর ঠিকানা: আগ্রহী প্রার্থীরা এই ঠিকানায়- [email protected] আবেদন করতে পারবেন
সিভি পাঠানোর সময় মেইলের বিষয়বস্তুতে পদের নাম উল্লেখ করুন
আবেদনের শেষ সময়: ১০ জুলাই, ২০২৫
এনএম

