মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

কোন পেশায় টাকা বেশি?

জাকিয়া সুলতানা
প্রকাশিত: ১৩ মে ২০২৫, ০৪:৩১ পিএম

শেয়ার করুন:

hot jobs

মানুষ জীবিকা নির্বাহে নানান পেশায় নিয়োজিত হন। পেশা মানুষকে অর্থ নিরাপত্তা দেওয়ার পাশাপাশি দিয়ে থাকে সামাজিক মর্যাদাও। তবুও পেশা বেছে নেওয়ার আগে সবার আগে অধিকাংশ মানুষ যাচাই করে নেন, কোন কাজে বেশি টাকা আয় করা যায়। পৃথিবী দ্রুত পরিবর্তন হচ্ছে, সমানতালে বদলে যাচ্ছে মানুষের প্রয়োজন ও চাহিদা। তাই জন্য কর্মক্ষেত্রে এসেছে আমূল পরিবর্তন। আসুন জেনে নিই কোন পাঁচ পেশায় বেশি টাকা আয় করা যায়-
         
শিক্ষকতা 

কি শুনে অবাক হচ্ছেন? হ্যা, আপনি ঠিকই  শুনছেন, বর্তমানে শিক্ষকতা পেশায় চাইলেই অনেক টাকা আয় করা যায় । এখন ইচ্ছে করলে আপনি অনেক ছাত্র-ছাত্রী অনলাইনে পাঠদান করতে পারবেন। আপনি একযোগে দেশের যেকোনো প্রান্তের শিক্ষার্থীদের পড়াতে পারবেন। ফলে দেশ জুড়ে আপনি অল্প সময়ে অনেক শিক্ষার্থী পড়াতে পারবেন, আর আপনারও আয়ও বাড়বে। চাইলে আপনি আপনার দক্ষতা ও জানাশোনা বাড়িয়ে দেশের বাইরেও অনেক শিক্ষার্থী পেতে পারেন। কিন্তু ইংরেজি ভাষায় দখল থাকতে হবে।  এছাড়া আপনার বিষয়বস্তু নিয়ে নানান কনটেন্ট ভিডিও তোরি করতে পারেন। বর্তমানে এই ধরনের ভিডিও করে অনেক টাকা ইনকাম করা যায়। 


বিজ্ঞাপন


আরও পড়ুন: ইন্টারভিউয়ে যেমন পোশাক পরলে চাকরি পাওয়ার সম্ভাবনা বাড়ে

চিকিৎসক 
 
চিকিৎসা পেশায় অনেক টাকা আয় করা যায়। এটা বহুল পরিচিত একটি কথা। চিকিৎসক মানেই তার অনেক টাকা পয়সা এমন ধারণা আমাদের অনেকেরই আছে।
তাই অনেকেই জীবনে বড় হওয়ার জন্য চিকিৎসা পেশাকে বেছে নেন। তাছাড়া এই পেশায় নিয়োজিত হলে আপনি পাবেন সামাজিক মর্যাদা ও মানুষের ভালোবাসা। বর্তমানে সাড়া পৃথিবী জুড়ে মানুষের গড় আয়ু বাড়ছে, ফলে বয়স্ক মানুষের সংখ্যাও বাড়ছে। প্রয়োজন পড়ছে তাদের চিকিৎসার। রোগীর তুলনায় বাড়ছে না চিকিৎসক। তাছাড়া চারিদিকে দূষণের ফলে রোগ ব্যাধি বেড়েই চলছে। তাই মানুষের সেবায় আপনি বেছে নিতে পারেন চিকিৎসা পেশা। এটি আপনাকে সামাজিক মর্যাদা, ভালোবাসাসহ দেবে আর্থিক নিরাপত্তা।

job356

কর্পোরেট ল ইয়ার 


বিজ্ঞাপন


প্রচলিত আছে, সব বাসায় একজন করে চিকিৎসক ও উকিল থাকা আবশ্যক। এতে করে অনেক ভুল-ভ্রান্তি এড়ানো যায়। তাছাড়া এই পেশায় রয়েছে অনেক টাকা আয় করার সুযোগ। বাড়ি, জমা অফিসসহ নানা ক্ষেত্রে আমাদের শরণাপন্ন হতে হয় একজন উকিলের। বর্তমানে এইআই এর যুগে অনেক পেশা হারিয়ে গিয়েছে এবং যাচ্ছে। কিন্তু এই পেশার জায়গা নিতে পারেনি এখনও কৃত্রিম বুদ্ধিমত্তা। আগামীতেও এই পেশা ফিকে হয়ে যাওয়ার আশঙ্কা নেই।

পাইলট 

দেশ-বিদেশ সরকারি-বেসরকারি এয়ারলাইন্স কোম্পানিগুলো পাইলটের মোটা বেতন দেয়। তাছাড়া থাকে দেশ-বিদেশ ভ্রমনের সুযোগসহ নানা সুযোগ সুবিধা মেলে। এই পেশায়  যোগ দেওয়ার স্বপ্ন থাকে অনেকের। এটি এনে দিতে পারে আপনার জীবনে গ্ল্যামার। পরিচয় করিয়ে দেবে দেশ-বিদেশের নানা গণ্যমান্য মানুষের সঙ্গে।

মেরিন ইঞ্জিনিয়ার

মেরিন ইঞ্জিনিয়ারদের বেতন সব দেশেই বেশি। বেতনের সঙ্গে আছে আরও অনেক সুযোগ-সুবিধা।  

জেএস/এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর