সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ক্যারিয়ার টিপস

এই ৮ চাকরিতে বেশি বেতন পাওয়া যায়

চাকরি ডেস্ক
প্রকাশিত: ১৪ ডিসেম্বর ২০২৪, ০৪:০৪ এএম

শেয়ার করুন:

carrier tips

পড়াশোনা শেষ করেছেন, কোন চাকরিতে ঢুকবেন বুঝে উঠতে পারছেন না। মনে মনে স্বপ্ন দেখছেন বেশি বেতনের চাকরি পাওয়ার। কোন কোন চাকরিতে বেশি পাওয়া যায়, তা অনেকেরই অজানা। নিজের লক্ষ্য ঠিক করার আগে কর্মক্ষেত্র ও বেতন সম্পর্কে ধারণা থাকা জরুরি। জানুন কোন কোন চাকরিতে বেশি বেতন পাওয়া যায়। 

কোন পেশায় কত বেতন পাওয়া যেতে পারে এবং সে জন্য কী যোগ্যতার প্রয়োজন, তা আগে থেকে জেনে রাখলে পড়াশোনা সেই ভাবে এগোনো যেতে পারে। এই মুহূর্তে সব থেকে বেশি বেতনের যে সব চাকরি রয়েছে এক নজরে দেখে নেওয়া যাক তার তালিকা।


বিজ্ঞাপন


tips

১. প্রথম শ্রেণির সরকারি চাকরি

প্রায় সব দেশেই প্রথম শ্রেণির সরকারি চাকরিতে বেতন বেশি। সঙ্গে আছে আরোও অনেক সুযোগ-সুবিধা। এজন্য আপনাকে অবশ্যই স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। 

আরও পড়ুন: বসের সঙ্গে ভালো সম্পর্ক বজায় রাখার উপায় 


বিজ্ঞাপন


২. চিকিৎসক

চিকিৎসকদের বেতন ও সুযোগ-সুবিধা সব সময়ই বেশি। এজন্য এমবিবিএস ডিগ্রি থাকতে হবে।

৩. পাইলট

দেশ-বিদেশি সরকারি, বেসরকারি এয়ারলাইন্স কোম্পানিগুলো পাইলটদের মোটা বেতন দেয়। 

tips2

৪. মেরিন ইঞ্জিনিয়ার

মেরিন ইঞ্জিনিয়ারদের বেতন সব দেশেই বেশি। বেতনের সঙ্গে আছে আরও অনেক সুযোগ-সুবিধা।  

আরও পড়ুন: ফ্রেশারদের জন্য চাকরি খোঁজার সেরা ১০ উপায়

৫. ডেটা সায়েন্টিস্ট

ডাটা সায়েন্টিস্টের চাহিদা দিনকে দিন বেড়েই চলেছে। এই চাকরিতে মিলবে মোটা অংকের বেতন। 

৬. ব্যাংকার

সরকারি-বেসরকারি ব্যাংকে যোগ দিলে মোটা অংকের বেতন পাওয়া যায়। অভিজ্ঞতা যত বেশি বেতনও তত বেশি। 

jobs-pic

৭. বিজনেস অ্যানালিস্ট

ব্যবসা-বাণিজ্যের প্রসার যত বাড়ছে ততই বাড়ছে বিজনেস অ্যানালিস্টদের চাহিদা। এই পেশায় মোটা অংকের বেতন মেলে।

৮. কর্পোরেট ল ইয়ার

কর্পোরেট ল ইয়ার হিসেবে ক্যারিয়ার শুরু করতে পারেন। এই পেশায় রোজগার ভালো। এজন্য এলএলবি ও এলএলএম ডিগ্রি থাকতে হবে। 
বেতন— আনুমানিক ৭৫,০০০ থেকে ২ লক্ষ টাকা মাসিক। যোগ্যতা— ১০+২ যে কোনও স্ট্রিম। ৫ বছর বিএ এলএলবি, বা ৩ বছর এলএলবি। কর্পোরে

এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর