শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ঢাকা

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ে ১৭৩ জনের চাকরি

চাকরি ডেস্ক
প্রকাশিত: ২৪ মে ২০২২, ১০:২৪ এএম

শেয়ার করুন:

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ে ১৭৩ জনের চাকরি

১৭৩ পদে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের রাজস্বখাতভুক্ত নিম্নবর্ণিত গ্রেডের শূন্য পদসমূহে নিয়োগ দেওয়া হবে। যোগ্যতা ও অভিজ্ঞতা সম্পন্ন আগ্রহী বাংলাদেশের স্থায়ী নাগরিকদের নিকট হতে অনলাইনের মাধ্যমে আবেদন করতে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। 

প্রতিষ্ঠানের নাম: দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়


বিজ্ঞাপন


পদের নামঃ কম্পিউটার অপারেটর
পদ সংখ্যাঃ ১ টি
শিক্ষাগত যোগ্যতাঃ যেকোনা স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি।
অন্যান্য যোগ্যতাঃ কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায়। ২৫ শব্দ এবং ইংরেজিতে ৩০ শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে।
বেতন স্কেলঃ ১১,০০০-২৬,৫৯০ টাকা।

পদের নামঃ উচ্চমান সহকারী
পদ সংখ্যাঃ ২৩ টি
শিক্ষাগত যোগ্যতাঃ যেকোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনুন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি।
অন্যান্য যোগ্যতাঃ কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ই-মেইল, ফ্যাক্স মেশিন ইত্যাদি চালনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরিকের গতি প্রতি মিনিটে বাংলা ২৫ শব্দ, ইংরেজিতে ৩০ শব্দ থাকতে হবে।
বেতন স্কেলঃ ১০,২০০-২৪৬৮০ টাকা।

পদের নামঃ ওয়্যারলেস অপারেটর (বেতার যন্ত্রচালক)
পদ সংখ্যাঃ ৭ টি
শিক্ষাগত যোগ্যতাঃ যেকোনা স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
অন্যান্য যোগ্যতাঃ সরকার অনুমোদিত টিএন্ডটি ইনস্টিটিউট হতে প্রশিক্ষণ সার্টিফিকেট।
বেতন স্কেলঃ ৯,৭০০-২৩,৪৯০ টাকা।

পদের নামঃ অফিস সহকারী-কামকম্পিউটার মুদ্রাক্ষরিক
পদ সংখ্যাঃ ১১৫ টি
শিক্ষাগত যোগ্যতাঃ যেকোনো স্বীকৃত বোর্ড হতে অন্যূন দ্বিতীয়। বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সাটিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
অন্যান্য যোগ্যতাঃ কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ই-মেইল, ফ্যাক্স মেশিন ইত্যাদি চালনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরিকের গতি প্রতি মিনিটে বাংলা ২০ শব্দ, ইংরেজিতে ২০ শব্দ থাকতে হবে।
বেতন স্কেলঃ ৯,৩০০-২২৪৯০ টাকা।


বিজ্ঞাপন


পদের নামঃ গাড়িচালক
পদ সংখ্যাঃ ৪ টি
শিক্ষাগত যোগ্যতাঃ ৮ম শ্রেণি/জেএসসি বা সমমানের পরীক্ষায় উৰ্ত্তীণ।
অন্যান্য যোগ্যতাঃ বৈধ ড্রাইভিং লাইসেন্সসহ হালকা ও ভারী যানবাহন চালনার ৩ (তিন) বছরের অভিজ্ঞতা।
বেতন স্কেলঃ ৯,৩০০-২২,৪৯০ টাকা।

পদের নামঃ অফিস সহায়ক
পদ সংখ্যাঃ ১২ টি
শিক্ষাগত যোগ্যতাঃ যেকোনা স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল। সাটিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
বেতন স্কেলঃ ৮,২৫০-২০,০১০ টাকা। 

পদের নামঃ নিরাপত্তা প্রহরী
পদ সংখ্যাঃ ১১ টি
শিক্ষাগত যোগ্যতাঃ ৮ম শ্রেণি/জেএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
বেতন স্কেলঃ ৮,২৫০-২০,০১০ টাকা।

আবেদন প্রক্রিয়া শুরু হবেঃ ২৫-০৫-২০২২ তারিখ থেকে।
আবেদনের শেষ তারিখঃ ২৪-০৬-২০২২ তারিখ পর্যন্ত। 

আবেদন যেভাবে: http://ddmr.teletalk.com.bd এই ওয়েবসাইট ভিজিট করে আবেদন করতে হবে। 

circular

আবেদনের শর্তাবলী

সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে ২৮/০২/২০২১ তারিখে বয়স ১৮-৩০ বছর হতে হবে। বীর মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার পূত্র-কন্যা এবং শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়সসীমা ১৮-৩২ বছর। তবে মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার পুত্র-কন্যাদের পুত্র-কন্যার ক্ষেত্রে বয়সসীমা ১৮-৩০ বছর। বয়স প্রমাণের ক্ষেত্রে কোন প্রকার এফিভেভিট গ্রহণযোগ্য হবে না।

সরকারি, আধা-সরকারি ও স্থায়ন্তশাসিত প্রতিষ্ঠানে চাকুরীরত প্রার্থীগণকে যথাযথ কর্তৃপক্ষের অনুমতি নিয়ে আবেদন করতে হবে। চাকুরীরত প্রার্থীদের সকল শর্ত পূরণ সাপেক্ষে আবেদনপত্র পূরণের সময় এর ঘরে টিক চিহ্ন দিতে হবে। অনুমতি পত্রের মূলকপি মৌখিক পরীক্ষার সময় প্রদর্শন ও ফটোকটি দাখিল করতে হবে।

আবেদনকারীকে তার সর্বশেষ অর্জিত শিক্ষাগত যোগ্যতার তথ্য আবশ্যিকভাবে উল্লেখ করতে হবে। নিয়োগের ক্ষেত্রে সরকারের বিদ্যমান এবং পরিবর্তিত ক্ষেত্রে প্রযোজ্য বিধি-বিধান অনুসরণ করা হবে। 

লিখিত/মৌখিক/ব্যবহারিক/অন্য কোন পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোন প্রকার ভাতা প্রদান করা হবে না।

মৌখিক পরীক্ষার সময়ে প্রার্থীদের অবশ্যই শিক্ষাগত যোগ্যতা ও কোটার সমর্থনে (প্রযোজ্য ক্ষেত্রে) সনদপত্রের মুলকপি প্রদর্শন করতে হবে এবং পূরণকৃত সত্যায়িত ১ (এক) সেট ফটোকপি দাখিল করতে হবে।

নিয়োগের ক্ষেত্রে সরকার কর্তৃক নির্ধারিত সকল কোটা যথাযথভাবে অনুসরণ করা হবে। এতিমখানা নিবাসী, প্রতিবন্ধী, উপজাতীয়, আনসার ও ভিডিপি কোটার প্রার্থীদের ক্ষেত্রে সর্বশেষ নীতিমালা অনুযায়ী উপযুক্ত কর্তৃপক্ষের সার্টিফিকেট, মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্র-কন্যা এবং মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্র/কন্যাদের পুত্র/কন্যার ক্ষেত্রে যথাযথ কতৃপক্ষের প্রত্যায়নপত্রের মূল সনদের ০১ (এক) সেট সত্যায়িত অনুলিপি মৌখিক পরীক্ষার সময় দাখিল করতে হবে।

এই নিয়োগ বিজ্ঞপ্তি বাতিল অথবা বিজ্ঞপ্তিতে উল্লিখিত শুন্য পদের সংখ্যা কম/বেশি এবং প্রয়োজনবোধে যে কোন সংশোধন, পরিবর্তন বা পরিবর্ধন করার ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করে।

নিয়োগের ক্ষেত্রে কর্তৃপক্ষের সিদ্ধান্ত চুড়ান্ত বলে গণ্য হবে। উল্লেখ করা হয়নি এমন ক্ষেত্রে সরকারের সর্বশেষ জারিকৃত বিধি-বিধান প্রযোজ্য হবে। 

বিজ্ঞপ্তিটি দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে।

প্রাথমিকভাবে বাছাইকৃত প্রার্থীদের লিখিত, ব্যবহারিক এবং মৌখিক পরীক্ষায় অবতীর্ণ হতে হবে। কেবলমাত্র মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত প্রার্থীদের মৌখিক পরীক্ষা হবার সময় সকল কাগজপত্রসসূহের মূল কপি প্রদর্শন করতে হবে।

ত্রুটিপূর্ণ/অসম্পূর্ণ আবেদনপত্র কোনো কারণ দর্শানো ব্যতিরেকে বাতিল বলে গণ্য হবে।

নিয়োগের ক্ষেত্রে সরকারের বিদ্যমান বিধি এবং প্রযোজ্য বিধি অনুসরণ করা হবে।

কোনো পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার ভাতা প্রদান করা হবে না।

কর্তৃপক্ষ বিজ্ঞপ্তিতে উল্লিখিত পদের সংখ্যা কম/বেশি এবং বিজ্ঞপ্তি বাতিল করার অধিকার সংরক্ষণ করেন।

নিয়োগ সংক্রান্ত বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্বান্ত চূড়ান্ত বলে গণ্য হবে।

এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর