শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ঢাকা

ইলেকট্রিক্যালে ফ্রি প্রশিক্ষণ দিচ্ছে সরকার, ভাতা মিলবে ১৩৫০০ টাকা

চাকরি ডেস্ক
প্রকাশিত: ১৭ মে ২০২২, ০৯:৩৫ এএম

শেয়ার করুন:

ইলেকট্রিক্যালে ফ্রি প্রশিক্ষণ দিচ্ছে সরকার, ভাতা মিলবে ১৩৫০০ টাকা

বেকার জনগোষ্ঠীর উজ্জ্বল পেশা গড়ার লক্ষ্যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বিভিন্ন সময়ে বিভিন্ন প্রকল্প অনুমোদন দিয়ে থাকে। এমনই একটি প্রকল্প স্কিলস ফর এমপ্লয়মেট ইনভেস্টমেন্ট প্রোগ্রাম (এসইআইপি)। সরকারের অর্থ মন্ত্রণালয়ের অধীনে প্রকল্পটি পরিচালনা হয়ে থাকে। 
 
এবার এসইআইপি প্রকল্পের আওতায় ইলেকট্রিক্যাল বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে। ইলেকট্রিক্যাল ইন্সটলেশন অ্যান্ড মেইনটেন্যান্স (ইআইএম) কোর্সটি সম্পূর্ণ বিনামূল্যে করার সুযোগ থাকছে। প্রশিক্ষণটি সফলভাবে সম্পন্নকারীদের দেওয়া হবে ১৩,৫০০ টাকার বৃত্তিও। অগ্রাধিকার পাবেন নারী ও নৃ-গোষ্ঠীরা। 

যেসব বিষয়ে কোর্সে প্রশিক্ষণ দেওয়া হবে: বৈদ্যুতিক ড্রয়িং 
বৈদ্যুতিক পরিমাপক যন্ত্রের ব্যবহার 
হাউজ ওয়্যারিং 


বিজ্ঞাপন


seip
ইন্ডাস্ট্রিয়াল মোটর কন্ট্রোল ও মেরামত 
মোটর রি-ওয়্যাইন্ডিং 
সৌর বিদ্যুৎ স্থাপন ও মেরামত 
এটিএস ও সেন্সর বেইজড লাইট, ফ্যান কনট্রোল 

প্রশিক্ষণের বৈশিষ্ট্য ও সুবিধাসমূহ: এনটিভিকিউএফ লেভেল-৩ সমতুল্য 
নারী, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, প্রতিবন্ধী ও সুবিধাবঞ্চিতদের অগ্রাধিকার
সম্পূর্ণ বিনামূল্যে প্রশিক্ষণ
বিনামূল্যে শিক্ষা উপকরণ প্রদান 

job
সংশ্লিষ্ট বিষয়ে দক্ষতা অর্জনের নিশ্চয়তা 
দৈনিক উপস্থিতির ভিত্তিতে ভাতা 
প্রশিক্ষণ শেষে সার্টিফিকেট
চাকরি প্রাপ্তিতে সহায়তা

কোর্সের মেয়াদ: ৪ মাস (৩৬০ ঘণ্টা) 


বিজ্ঞাপন


প্রশিক্ষণের সময়: সকাল ৯টা থেকে দুপুর ১টা 
দুপুর ১টা থেকে বিকেল ৫টা 

ভর্তির সময় যা যা আবশ্যক: ২ কপি পাসপোর্ট সাইজের ছবি, জাতীয় পরিচয়পত্র অথবা জন্মনিবন্ধনের ফটোকপি এবং শিক্ষাগত যোগ্যতার সনদের ফটোকপি।

যোগাযোগের ঠিকানা: বাইওয়া-লাইট ইঞ্জিনিয়ারিং ট্রেনিং ইনস্টিটিউট, প্যারাডাইস ভবন, ২ ফোল্ডার স্ট্রিট, ওয়ারী, ঢাকা। 

এনএম

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর