শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ঢাকা

নারী উদ্যোক্তা হতে চান?

চাকরি ডেস্ক
প্রকাশিত: ১৫ ফেব্রুয়ারি ২০২২, ১০:২০ এএম

শেয়ার করুন:

নারী উদ্যোক্তা হতে চান?

দেশের তরুণ নারী উদ্যোক্তাদের ব্যবসা পরিকল্পনায় সহযোগিতা করতে শুরু হচ্ছে ৭ মাসের কার্যক্রম। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রয়াত মেয়র আনিসুল হকের  নামে ‘আনিসুল হক কো-হর্ট ফর গ্রোথ অব উইমেন অন্টাপ্রেনিউরস’ এই কার্যক্রম চলবে।

প্রকল্প যৌথভাবে বাস্তবায়ন করবে আনিসুল হক ফাউন্ডেশন, বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন) ও চাকরি খুঁজব না চাকরি দেব গ্রুপ।


বিজ্ঞাপন


উদ্যোগের বয়স ২ বছর কিংবা অধিক এবং মাসিক রাজস্ব দেড় লাখ টাকার উপরে হলেই এই কার্যক্রমে যোগ দেওয়ার জন্য আবেদন করা যাবে। 

অনলাইনে নির্ধারিত ফর্মের মাধ্যমে নিবন্ধনের সময় থাকবে আগামি ২২ ফেব্রুয়ারি পর্যন্ত। পরে প্রাথমিক বাছাই, গ্রুমিং সেশন এবং অনলাইন ইন্টারভিউ-এর সেশন শেষে চূড়ান্তভাবে ২৫ থেকে ৩০ জন নারী উদ্যোক্তাকে এই কার্যক্রমের জন্য নির্বাচিত করা হবে। পরবর্তী ৬ মাস এ নারী উদ্যোক্তাগণ না প্রশিক্ষণ ও মেন্টরিং-এর সুযোগ পাবেন।      

young enterprenureনির্বাচিতদের পুরো ছয় মাস ধরে নানারকম সেশনে রেখে দিকনির্দেশনা দেওয়া হবে। এইসব সেশনে নারী উদ্যোক্তারা তাদের ব্যবসার বৃদ্ধির বিভিন্ন দিক সম্পর্কে নিজেদের অভিজ্ঞতা বিনিময়ের পাশাপাশি নির্দেশনা ও প্রশিক্ষণ পাবেন।

অংশগ্রহণকারীরা নিজেদের ব্যবসার ধরন বিশ্লেষণ করার পাশাপাশি কীভাবে তা বিস্তৃত করা যায় তার পরিকল্পনা তৈরি করবেন। এরপর তাদের পরিকল্পনা অনুযায়ী প্রয়োজনীয় সহায়তার ব্যবস্থা করা হবে। হবে। এই সকল সেশনে মেন্টর ও অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশিষ্ট উদ্যোক্তা ও ব্যবসা বিশেশজ্ঞগণ।


বিজ্ঞাপন


এই কার্যক্রমে অংশ নিতে চাইলে নিবন্ধন করুন এই লিংকে

এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর