মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪, ঢাকা

১০ দিনে খতম তারাবি, আইনজীবীদের ব্যতিক্রমী উদ্যোগ

আমিনুল ইসলাম মল্লিক
প্রকাশিত: ০২ এপ্রিল ২০২২, ০৩:৫৫ পিএম

শেয়ার করুন:

১০ দিনে খতম তারাবি, আইনজীবীদের ব্যতিক্রমী উদ্যোগ
ছবি: ঢাকা মেইল

পবিত্র মাহে রমজানে সিয়াম সাধনার পাশাপাশি মুসলিমদের অন্যতম দায়িত্ব তারাবির নামাজ আদায়। যারা এই নামাজ আদায় করেন তাদের অনেকেই সুরা তারাবি পড়ে থাকেন, কেউবা আবার খতম তারাবিও পড়েন। এবারের রমজানে তাই তারাবির নামাজ আদায়ে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন সুপ্রিম কোর্ট বারের কিছু আইনজীবী।

রমজান মাসে তারাবির নামাজে পবিত্র কোরআন মাত্র দশ দিনে পড়ে শেষ করার উদ্যোগ নিয়েছেন তারা। ফলে মসজিদে তারাবি পড়ার এমন উদ্যোগ ভিন্নতার আবহ তৈরি করেছে। ভিন্নধর্মী এই উদ্যোগের মূলে ছিলেন সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট মো. আশরাফ উজ্জামান। ঢাকা মেইলের সঙ্গে একান্ত আলাপচারিতায় এই আইনজীবী ভিন্নধর্মী এই মহৎ উদ্যোগের আদ্যপ্রান্ত সম্পর্কে জানিয়েছেন। পাঠকদের জন্য পুরো সাক্ষাৎকারটি তুলে ধরা হলো-


বিজ্ঞাপন


ঢাকা মেইল: আপনারা এমন আয়োজন কতদিন ধরে করে আসছেন?

আশরাফ উজ্জামান: এমন উদ্যোগ নিয়েছি ২০১৩ সাল থেকে। শুরুর দিকে মাসে ছয় দিনে পুরো কোরআন পড়ে শেষ করতাম। কিন্তু অনেকরই সমস্যা হতো। পরে তখন সাত দিন বা আট দিন করা হয়। ধীরে ধীরে সিদ্ধান্ত নিলাম মোট দশ দিনে খতম তারাবি শেষ করবো। তাই করছি এখনও।

ঢাকা মেইল: দশ দিনব্যাপী নামাজ আদায় করতে মুসুল্লিদের কেমন লাগে?

আশরাফ উজ্জামান: শুরুর দিন থেকে শেষ দিন পর্যন্ত সব মুসুল্লি নামাজ আদায় করেন। তুলনামূলক সময় একটু বেশি লাগলেও মুসুল্লি কমে না। সবাই ভালোভাবে নিয়েছে বিষয়টি। আমরা কয়েকজন আইনজীবী এই উদ্যোগ নিয়েছিলাম। দশ দিনে তারাবির নামাজ আদায় করতে আমি ও সিনিয়র অ্যাডভোকেট সিরাজুল ইসলাম এই উদ্যোগ নিয়েছিলাম। সেই থেকে চলছে, আমরা আরও মুসুল্লি বাড়ানোর চেষ্টা করছি।


বিজ্ঞাপন


ঢাকা মেইল: কতজন মুসুল্লি একসঙ্গে নামাজ আদায় করছেন?

আশরাফ উজ্জামান: আমরা এখানে পাঁচ শতাধিক মানুষ নামাজ আদায় করি। রমজান মাসে মোট নয়টি ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এগুলোয় আমরা আইনজীবীরা সবাই অংশগ্রহণ করি। ভালোই লাগে আমাদের এ আয়োজন। তারাবি নামাজসহ অন্যান্য প্রোগ্রামে আমরা বিভিন্ন উপ-কমিটি করে থাকি। ওই কমিটিগুলো আমাদের কাজে সহযোগিতা করে থাকেন।

ঢাকা মেইল: সুপ্রিম কোর্ট বার আপনাদের এই আয়োজনে কতটুকু সহযোগিতা করে?

আশরাফ উজ্জামান: আমাদের এখানে তারাবি নামাজ পড়াতে প্রতি রমজানে পাঁচ থেকে ছয়জন হাফেজ কোরআন তেলাওয়াত করেন। তাদের সম্মানী আমরা আইনজীবীরা মিলে পরিশোধ করি। আর এখানে মোট নয়টি ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এর মধ্যে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি একটির খরচ বহন করে থাকে। বাকিগুলো আমরা চালিয়ে নেই।

উল্লেখ্য, পবিত্র মাহে রমজানে ১০ দিনে খতমে তারাবি শেষ করা হয়। সাওয়াল মাসের চাঁদ উঠামাত্রই এই নামাজে অংশ নেন সুপ্রিম কোর্ট বারের আইনজীবীরা। রমজানের চাঁদ উঠার ওপর ভিত্তি করে আজ শনিবার (২ এপ্রিল) অথবা আগামীকাল রোববার (৩ এপ্রিল) থেকে সিয়াম পালন করবেন দেশের ধর্মপ্রাণ মুসুল্লিরা।

এআইএম/আইএইচ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর