বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ঢাকা

‘নির্বাচিত হলে আদালত পাড়ার দুর্নীতি নির্মূলে কাজ করবো’

আমিনুল ইসলাম মল্লিক
প্রকাশিত: ১২ মার্চ ২০২২, ০২:০০ পিএম

শেয়ার করুন:

‘নির্বাচিত হলে আদালত পাড়ার দুর্নীতি নির্মূলে কাজ করবো’
আইনজীবীদের পেশাদারিত্ব ও বারের উন্নয়নমূলক নানা কাজের সাত দফা প্রতিশ্রুতি দিয়ে সম্পাদক পদে নির্বাচন করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের প্রাক্তন মেধাবী শিক্ষার্থী আব্দুন নুর দুলাল। আদালত পাড়ার দুর্নীতি রোধের পাশাপাশি মামলা জট কমাতেও ভূমিকা রাখার কথা জানান এই আইনজীবী। আসন্ন ১৬ মার্চের ভোটে বিজয়ী হতে দিনরাত অক্লান্ত পরিশ্রমও করছেন তিনি। নির্বাচন নিয়ে তিনি কথা বলেছেন ঢাকা মেইলের সঙ্গে।

ঢাকা মেইল: আপনি নির্বাচিত হলে বারের উন্নয়ন ও আইনজীবীদের পেশাদারিত্ব নিয়ে কী ধরনের পদক্ষেপ নেবেন?
আব্দুন নুর দুলাল: আমি আমার নির্বাচনি প্রচারণায় সাত দফার মধ্যে একথা বলেছি। বলেছি আইন বিভাগে কাজ করার যে কয়টা জায়গা আছে তার মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে ভালো বিচারক, ভালো আইনজীবী, ভালো ও আধুনিক আইন, আমাদের সুপ্রিম কোর্ট বারের উন্নয়নের অবকাঠানো, টেকলোজির ব্যবহার, আইন শিক্ষা, তদন্তকারী সংস্থাকে উপযুক্তভাবে তৈরি করে তোলা। আমি বিশ্বাস করি বারকে এগিয়ে নিয়ে যেতে হবে। আমি নির্বাচিত হলে এ কাজগুলো করতে পদক্ষেপ নেব। আমি সরকারের সঙ্গে যোগাযোগ করে আইনজীবীদের কল্যাণে একটি আধুনিক ও বহুতল ভবন নির্মাণের চেষ্টা করবো।


বিজ্ঞাপন


ঢাকা মেইল: আদালতের দুর্নীতি নির্মূলে কী ধরনের পদক্ষেপ নেবেন?
আব্দুন নুর দুলাল: আমি পরিস্কার করে বলছি, যদি আমি নির্বাচিত হই, বারে আমি অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবে। সুপ্রিম কোর্টের রন্দ্রে রন্দ্রে যেসব অপরিচ্ছন্নতা আছে, যেসব জঞ্জাল জমে আছে সেগুলোর সমস্ত কিছু আমি পরিস্কার করতে উদ্যোগ নেব।

ঢাকা মেইল: এক বছর মেয়াদে সব অনিয়ম দুর্নীতি নিয়ন্ত্রণ করা কী সম্ভব?
আব্দুন নুর দুলাল: সেটা কারো পক্ষেই সম্ভব না। পৃথিবীর কোনো সভ্যতাই একদিনে গড়ে উঠেনি। কোনো সভ্যতা একজন মানুষের হাত ধরে গড়ে উঠেনি। আমি এ কাজের শুরুটা করবো, ইনশাল্লাহ। পরবর্তীতে যারা আসবেন তারা এ ধারাবাহিকতা বজার রাখবেন।

ঢাকা মেইল: মামলা জট কমাতে কতটুকু ভূমিকা রাখবেন?
আব্দুন নুর দুলাল: আমি মামলাজট কমানোর পক্রিয়া নিয়ে কাজ শুরু করবো। স্টার্ট করবো। নির্বাচনে দেওয়া আমার সাত প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে পারলে ইনশাল্লাহ মামলা জট কমতে শুরু করবে। ন্যায় প্রতিষ্ঠায় ভূমিকা রাখতে পারবো। 

ঢাকা মেইল: আপনি সুপ্রিম কোর্ট বারে পূর্বে কোনো পদে দায়িত্ব পালন করেছেন?
আব্দুন নুর দুলাল: আমি সুপ্রিম কোর্ট বারের কোনো দায়িত্বে ছিলাম না। আমি বাংলাদেশ আইন সমিতির সভাপতি ছিলাম। সাধারণ সম্পাদক ছিলাম। আমি ঢাকা ইউনির্ভাসিটির এলএলএম এলামনাই এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ছিলাম। আর সুপ্রিম কোর্ট বারে এর আগে একবার নির্বাচন করেছি। সেটা ২০১৯ সালে, সামান্য কয়েক ভোটে হেরে গিয়েছি। আমি চিন্তা করেছি ভোটাররা আমাকে মানবিকভাবে বিচেবনা করবেন।


বিজ্ঞাপন


ঢাকা মেইল: সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে ‘ব্রেস্ট ফিডিং কর্নার’ করবেন কী?
আব্দুন নুর দুলাল: সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে এই ব্যবস্থা সামান্য আকারে আছে। আমি নির্বাচিত হলে সামনের দিনে সেটি আরও বড় পরিসরে করার চেষ্টা করবো। এজন্য আলাদাভাবে এসি রুমের ব্যবস্থা করবো। আমি অনুরোধ করে বলেছি— অ্যাটর্নি জেনারেল অফিসে একজন নারী আইনজীবীকে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দিতে।

উল্লেখ্য, সুপ্রিম কোর্ট বারের ২০২২-২৩ সেশনের নির্বাচনে আব্দুন নুর দুলাল আওয়ামী লীগ সমর্থিত আইনজীবীদের মনোনীত সাদা প্যানেলের প্রার্থী। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী বিএনপি সমর্থিত আইনজীবীদের নীল প্যানেলের ব্যরিস্টার রুহুল কুদ্দুস কাজল। এর আগেও কাজল দুইবার সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

এর আগে গত ২৩ ফেব্রুয়ারি সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ২০২২-২০২৩ সালের নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল সমিতির গঠনতন্ত্রের ১৪ (১) অনুচ্ছেদ অনুযায়ী নির্বাচনি তফসিল ঘোষণা করেন। তফসিল অনুযায়ী আগামী ১৫ ও ১৬ মার্চ, ২০২২ (মঙ্গলবার ও বুধবার) সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ২০২২-২৩ কার্যকরী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হবে।

কাযর্করী কমিটির সভাপতি পদে ১টি, সহসভাপতি পদে ২টি, সম্পাদক পদে ১টি, কোষাধ্যক্ষ পদে ১টি, সহসম্পাদক পদে ২টি এবং কার্যকরী কমিটির সদস্য পদে ৭টি পদসহ সর্বমোট ১৪টি পদে নির্বাচন অনুষ্ঠিত হবে। গত ১ ফেব্রুয়ারির ১১তম সভার সিদ্ধান্ত অনুযায়ী কমিটির ৭টি সদস্য পদের ভোট গণনা ডিজিটাল পদ্ধতিতে সম্পন্ন হবে। সিনিয়র আইনজীবী এ ওয়াই মশিউজ্জামানকে প্রধান করে সাত সদস্য বিশিষ্ট নির্বাচনি সাব-কমিটি (নির্বাচন কমিশন) গঠন করা হয়েছে।

এআইএম/এএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর