রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

আরব সাগরে ঝড় তুলল ভারতের দুই এয়ারক্র্যাফট ও ৩৫ যুদ্ধবিমান

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৩ জুন ২০২৩, ০১:২১ পিএম

শেয়ার করুন:

আরব সাগরে ঝড় তুলল ভারতের দুই এয়ারক্র্যাফট ও ৩৫ যুদ্ধবিমান
ছবি: ভারতীয় নৌবাহিনী

সাগরে সামরিক শক্তিতে পিছিয়ে নেই ভারত। সম্প্রতি দেশটির সেই শক্তি আবারও প্রদর্শিত হলো। দুটি বিশাল এয়ারক্র্যাফট ও ৩৫টি যুদ্ধবিমান নিয়ে কার্যত আরব সাগরে ঝড় তুলল ভারতীয় নৌবাহিনী। শনিবার আরব সাগরের বুকে এই ছবি ধরা পড়ে। 

চীন ও পাকিস্তানের সঙ্গে বরাবরই উত্তেজনা থাকে ভারতের। সাম্প্রতিক সময়ে চীনের সঙ্গে উত্তেজনা বেশ বেড়েছে। এমন অবস্থায় ভারতীয় নৌবাহিনীর শক্তি প্রদর্শনকে তাৎপর্যপূর্ণ মনে করা হচ্ছে।


বিজ্ঞাপন


আরব সাগরেরপ্রথমবার একসঙ্গে পাশাপাশি এগিয়ে চলল ভারতীয় নৌবাহিনীর দুই বিমানবাহী রণতরী— আইএনএস বিক্রমাদিত্য ও আইএনএস বিক্রান্ত।

india navy

দুই এয়ারক্র্যাফট ক্যারিয়ারকে ‘এসকর্ট’ করে সঙ্গে চলে ভারতের নিজস্ব ‘ব্যাটল গ্রুপ’। দুই বিশাল জাহাজের ডেকে অভিযানে প্রস্তুত ৩৫টি যুদ্ধবিমান। বাঁয়ে-ডানে, আগে-পিছনে ডেস্ট্রয়ার, ফ্রিগেট, এএসডব্লু করভেট। ছিল পানির নিচ দিয়ে চলা সাবমেরিন ও আকাশে ভ্রাম্যমান নজরদারি বিমান। সাম্প্রতিক অতীতে, এত বড় আকারে শক্তি-প্রদর্শন করেনি ভারতীয় নৌবাহিনী।

সাম্প্রতিক অতীতে ভারত মহাসাগর অঞ্চলে শক্তি প্রদর্শন করেছে চীন। একসঙ্গে চীন ও পাকিস্তানকে ভয় দেখাতে ভারত দুটি এয়ারক্র্যাফট একসঙ্গে পানিতে ভাসাল।


বিজ্ঞাপন


Vikramaditya Vikrant

এই প্রদর্শনের আকর্ষণের কেন্দ্রবিন্দু ছিল বিক্রান্ত ও বিক্রমাদিত্য। দুই বিমানবাহী রণতরীর ডেক থেকে এক-এক করে উড়েছে মিগ-২৯কে যুদ্ধবিমান। কখনও আবার ল্যান্ডিং করছে এমএইচ-৬০আর, কামোভ, এএলএইচ হেলিকপ্টার। ভারতের এই মহড়া বা প্রদর্শনের অন্যতম লক্ষ্য ছিল দুই বিমানবাহী রণতরীর মধ্যে সমন্বয় গড়ে তোলা।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

একে

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর