শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫, ঢাকা

ন্যাটো সদস্যরা ইউক্রেনে সেনা মোতায়েন করতে পারে!

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৮ জুন ২০২৩, ০৫:২০ পিএম

শেয়ার করুন:

ন্যাটো সদস্যরা ইউক্রেনে সেনা মোতায়েন করতে পারে!
ন্যাটোর সাবেক মহাসচিব অ্যান্ডার্স রাসমুসেন

ন্যাটোর কিছু সদস্য দেশ ইউক্রেনে সেনা মোতায়েন করতে পারে। এ সামরিক জোটটির সাবেক মহাসচিব অ্যান্ডার্স রাসমুসেন এ মন্তব্য করেছেন।

রাসমুসেন বলেন, ‘ন্যাটোর অন্যান্য সদস্যরা বা এ সামরিক জোটটি যদি ইউক্রেনকে নিরাপত্তার আশ্বাস না দেয়। তবে এ জোটটির কিছু (প্রভাবশালী) সদস্য রাষ্ট্র ইউক্রেনে সেনা মোতায়েনের কথা বিবেচনা করতে পারে।’


বিজ্ঞাপন


বুধবার দ্য গার্ডিয়ান পত্রিকাকে এ বিষয়ে তথ্য দিয়েছেন ন্যাটোর সাবেক মহাসচিব অ্যান্ডার্স রাসমুসেন। তিনি এখন জেলেনস্কির উপদেষ্টা হিসেবে কাজ করছেন। তিনি জানান, যদি ন্যাটো সামরিক জোট ইউক্রেনের জন্য একটি সুস্পষ্ট পথে এগিয়ে যেতে একমত হতে না পারে, তবে কিছু দেশ পৃথকভাবে (রুশবিরোধী) পদক্ষেপ নিবে বলে মনে হচ্ছে। এ ধরনের একটি স্পষ্ট সম্ভাবনা রয়েছে।

জুলাইয়ে এ সামরিক জোটটির লিথুয়ানিয়া শীর্ষ সম্মেলনের আগে, রাসমুসেন ইউক্রেনকে গোয়েন্দা তথ্য ভাগাভাগি, প্রশিক্ষণ সহায়তা, গোলাবারুদ উত্পাদন এবং চলমান অস্ত্র সরবরাহসহ লিখিত নিরাপত্তার আশ্বাস প্রদানের গুরুত্বের ওপর জোর দিচ্ছেন।

তার মতে, ইউক্রেনের জন্য এসব সামরিক গ্যারান্টি খুবই গুরুত্বপূর্ণ। রাশিয়ার আক্রমণে বিপর্যস্ত এ দেশটি ন্যাটোর সদস্য নয় বলে তার নিরাপত্তার বিষয়টিকে গুরুত্ব দেওয়া হচ্ছে না। এটা কোনো সঠিক সিদ্ধান্ত নয়। 

সূত্র : আল-জাজিরা


বিজ্ঞাপন


এমইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর