বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪, ঢাকা

জব্দ বিমান পাকিস্তানকে ফেরত দিল মালয়েশিয়া

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৩ জুন ২০২৩, ০২:৩৭ পিএম

শেয়ার করুন:

জব্দ বিমান পাকিস্তানকে ফেরত দিল মালয়েশিয়া

পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স (পিআইএ) এর জব্দকৃত বিমান ফেরত দিয়েছে মালয়েশিয়া। গত মঙ্গলবার আইনি বিরোধের কারণে কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে আটকে দেওয়া হয়।

ডনের খবরে বলা হয়েছে, সমস্যাটি সমাধান হওয়ার কয়েক ঘণ্টা পর শুক্রবার রাত সাড়ে নয়টায় ইসলামাবাদের উদ্দেশ্যে যাত্রা করে।


বিজ্ঞাপন


খবরে বলা হয়েছে, স্থানীয় আদালত পূর্ববর্তী সিদ্ধান্ত বাতিল ও বিমানটি ছেড়ে দেওয়ার জন্য জাতীয় ক্যারিয়ারের পক্ষে আদেশ জারি করে। পরে বোয়িং ৭৭৭ মডেলের বিমানটি পাকিস্তানের উদ্দেশ্যে আকাশে ওড়ে।

এপি-বিএমএইচ নম্বরের বিমানটি কুয়ালালামপুর থেকে ইসলামাবাদ পর্যন্ত একটি ফেরি ফ্লাইট হিসাবে পরিচালনা করা হয়েছিল, যাতে কোনও যাত্রী ছিল না।

আদালতের আদেশে বলা হয়েছে, ২০২৩ সালের ২৬ মে এক পক্ষের নিষেধাজ্ঞার আদেশটি বাতিল করা হয়েছে।

বিমানের লিজিং কোম্পানি পিআইএর কাছে ৪.৫ মিলিয়ন ডলার পাওনা দাবি করে আদালতের দ্বারস্থ হয়েছিল।


বিজ্ঞাপন


পিআইএর মুখপাত্র আবদুল্লাহ হাফিজ খান নিশ্চিত করেছেন যে, স্থানীয় আদালত আদেশ বাতিল করার পরে শুক্রবার কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে বিমানটিকে ছেড়ে দেওয়া হয়েছিল।

তিনি বলেন, তিন দিন আগে ফ্লাইটের যাত্রীদের বিকল্প একটি উড়োজাহাজের ব্যবস্থা করা হয়েছিল। শুক্রবার মুক্তি পাওয়া বিমানটি কোনো যাত্রী ছাড়াই আকাশে ওড়ে।

একে

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর