শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ঢাকা

কিয়েভে রুশ হামলা, নিহত ৩

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০১ জুন ২০২৩, ০৬:৪৮ পিএম

শেয়ার করুন:

কিয়েভে রুশ হামলা, নিহত ৩
কিয়েভে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় তিনজন নিহত হয়েছে

ইউক্রেনের রাজধানী কিয়েভে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় তিনজন নিহত হয়েছে। তাদের মধ্যে ১১ বছর বয়সী এক শিশুও রয়েছে। নিহত বাকি দু’জন নারী।

ইউক্রেনীয় কর্তৃপক্ষ বলছে, সব রাশিয়ান ক্ষেপণাস্ত্র ধ্বংস করা হয়েছে। সেগুলোর ধ্বংসাবশেষের আঘাতে লোকজনের প্রাণহানি হয়েছে।


বিজ্ঞাপন


কয়েক সপ্তাহ ধরে ইউক্রেনের রাজধানী কিয়েভকে লক্ষ্য করে নিয়মিত ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে আসছে রাশিয়া। গত মে মাসে এ রকম ১৭টি হামলা চালানো হয় এবং সর্বশেষ বুধবার রাতের এই আক্রমণ এ সপ্তাহের চতুর্থ হামলা।

বেশির রুশ হামলাই চালানো হয়েছে রাতের বেলায়। এর মধ্যে একবার দিনের বেলাতেও আক্রমণ করা হয়েছিল।

সবশেষ এই হামলায় আরও ১১ জন আহত হয়েছে বলে খবরে বলা হচ্ছে। হামলায় বেশ কিছু বাড়ি-ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে।

কিয়েভের মেয়র ভিটালি ক্লিচকো টেলিগ্রাম পোস্টে বলেছেন, শহরে “ধারাবাহিক বিস্ফোরণের” ঘটনা ঘটেছে এবং উদ্ধারকারীরা ড্রোনের ধ্বংসাবশেষ সরানো ও আগুন নেভাতে কাজ করছে।


বিজ্ঞাপন


প্রতিরক্ষা বিশেষজ্ঞরা বলছেন, রাশিয়া এখন ইউক্রেনের রাজধানীর প্রতিরক্ষা ব্যবস্থা ভেঙে দেওয়ার চেষ্টা করছে।

সাম্প্রতিক সময়ে ইউক্রেনের ওপর রাশিয়া যেসব হামলা চালিয়েছে সেগুলোতে ক্রুজ ও ব্যালিস্টিক মিসাইল ছাড়াও কামিকাজে ড্রোনও ব্যবহার করা হয়েছে।

ইউক্রেন যখন রাশিয়ার ওপর পাল্টা আক্রমণ চালানোর জন্য প্রস্তুতি নিচ্ছে সেসময় কিয়েভকে লক্ষ্য করে সর্বশেষ এই আক্রমণ চালানো হলো।

ইউক্রেন কয়েক মাস ধরেই রাশিয়ার ওপর পাল্টা আক্রমণের পরিকল্পনা করছে।

কিন্তু পশ্চিমা মিত্রদের কাছ থেকে আধুনিক অস্ত্র এসে পৌঁছানো এবং সেগুলো ব্যবহারের বিষয়ে সৈন্যদের প্রশিক্ষণ দিতে গিয়ে তাদের পাল্টা হামলা শুরু করতে দেরি হচ্ছে।

সূত্র : বিবিসি

এমইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর