শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ঢাকা

ফের জয়লাভ করায় এরদোয়ানকে সৌদি যুবরাজের অভিনন্দন

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০১ জুন ২০২৩, ০৪:৩৪ পিএম

শেয়ার করুন:

ফের জয়লাভ করায় এরদোয়ানকে সৌদি যুবরাজের অভিনন্দন
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ও সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান

ফের জয়লাভ করায় তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানকে অভিনন্দন জানিয়েছেন সৌদি আরবের যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান। বুধবার এক ফোনালাপের সময় তুরস্কের প্রেসিডেন্টকে নতুন মেয়াদে পুনরায় নির্বাচিত হওয়ার জন্য শুভেচ্ছা জানান তিনি।

এ সময় এরদোয়ানের আরও সফলতা কামনা করেন যুবরাজ মোহাম্মদ বিন সালমান। এছাড়া তিনি তুরস্কের জনগণের আরও উন্নতি ও সমৃদ্ধির প্রত্যাশা করেন।


বিজ্ঞাপন


এরদোয়ানও তখন সৌদি যুবরাজকে ধন্যবাদ জানান।

উল্লেখ্য, তুরস্কের দ্বিতীয় দফা প্রেসিডেন্ট নির্বাচনের ভোটে জিতেছেন রিসেপ তাইয়েপ এরদোয়ান। প্রথম দফা ভোটেও তিনি এগিয়ে ছিলেন। বিভিন্ন বিদেশি পরিসংখ্যান ও সমীক্ষাকে ভুল প্রমাণ করে তিনি আবারও তুরস্কের মসনদে আসীন হন।

এ বিষয়ে এরদোয়ানের দল একে পার্টির মুখপাত্র জানিয়েছেন, ‘প্রেসিডেন্ট নির্বাচনের ভোটের ফলাফলে দেখা যাচ্ছে যে রিসেপ তাইয়েপ এরদোয়ানের প্রতি জনগণের দৃঢ় সমর্থন আছে।’

আনাদোলু এজেন্সি জানিয়েছে, মোট ভোটের ৫২. ১৮ শতাংশ পেয়েছেন এরদোয়ান। অপরদিকে তার প্রধান প্রতিপক্ষ কামাল কিলিকদারোগ্লু পেয়েছেন ৪৭.৮২ শতাংশ ভোট।


বিজ্ঞাপন


সূত্র : সৌদি গ্যাজেট, আনাদোলু এজেন্সি

এমইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর