শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ঢাকা

‘বন্ধুরাষ্ট্রের কাছে সমরাস্ত্র রফতানিতে প্রস্তুত ইরান’

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০১ জুন ২০২৩, ০২:২৪ পিএম

শেয়ার করুন:

‘বন্ধুরাষ্ট্রের কাছে সমরাস্ত্র রফতানিতে প্রস্তুত ইরান’
মেজর জেনারেল মোহাম্মাদ বাকেরি

ইরান তাদের বন্ধুরাষ্ট্রগুলোর কাছে সমরাস্ত্র রফতানি করতে প্রস্তুত। দেশটির সেনাবাহিনীর চিফ অব স্টাফ মেজর জেনারেল মোহাম্মাদ বাকেরি এ তথ্য দিয়েছেন। তিনি বলেছেন, বন্ধুপ্রতীম দেশগুলোর সঙ্গে ইরান তাদের সামরিক অভিজ্ঞতা বিনিময় করতেও প্রস্তুত রয়েছে।

বুধবার বিশ্বের বিভিন্ন দেশে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের এক সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে জেনারেল মোহাম্মাদ বাকেরি বলেন, ‘ইরানের প্রতিরক্ষা শক্তি বিশ্বের সামনে তুলে ধরার ক্ষেত্রে পররাষ্ট্র মন্ত্রণালয় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।’


বিজ্ঞাপন


এ সময় তিনি বলেন, বন্ধুপ্রতীম দেশগুলোর কাছে ইরানের প্রতিরক্ষা ও সামরিক সরঞ্জাম তুলে ধরা এবং এসব দেশের সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক জোরদার করার সুযোগ কাজে লাগানো প্রয়োজন।

ইরানি সেনাবাহিনীর এ শীর্ষ জেনারেল বলেন, ‘ইরান পাইকারি দামে বন্ধুপ্রতীম দেশগুলোর কাছে সমরাস্ত্র সরবরাহ করার পাশাপাশি যেসব দেশ সমরাস্ত্র কিনবে, সেসব দেশের সঙ্গে সব ধরনের সামরিক অভিজ্ঞতা শেয়ার করতেও প্রস্তুত রয়েছে।’

এর আগে রোববার ইরানের প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মাদ রেজা আশতিয়ানি বলেছিলেন, ‘ভেনিজুয়েলাসহ অন্যান্য বন্ধুরাষ্ট্রের কাছে সমরাস্ত্র ও সামরিক সরঞ্জাম রফতানি করার ক্ষেত্রে ইরান কোনো সীমারেখা মেনে চলবে না।’

সূত্র : প্রেস টিভি


বিজ্ঞাপন


এমইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর