শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ঢাকা

বেলগ্রোদে মার্কিন সামরিক যান ধ্বংস করল রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২৪ মে ২০২৩, ০৩:৩৮ পিএম

শেয়ার করুন:

বেলগ্রোদে মার্কিন সামরিক যান ধ্বংস করল রাশিয়া
পরিত্যক্ত বা ক্ষতিগ্রস্ত পশ্চিমা সামরিক যানের ছবি প্রকাশ করেছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়

রাশিয়ার সীমান্তবর্তী বেলগ্রোদ অঞ্চলে প্রবেশকৃত ইউক্রেনীয় গেরিলাদের মার্কিন সামরিক যান ধ্বংস করেছে রাশিয়া। এছাড়া পোল্যান্ড নির্মিত বেশ কয়েকটি সামরিক সরঞ্জাম ধ্বংস করেছে রুশ সেনারা।

রুশ সীমান্তবর্তী ওই অঞ্চলে ইউক্রেনের গেরিলারা অবৈধভাবে প্রবেশের চেষ্টা করলে তাদের সঙ্গে রুশ সেনাদের প্রচণ্ড সংঘর্ষ এবং এসব সামরিক সরঞ্জাম ধ্বংস হয়।


বিজ্ঞাপন


সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ও স্থিরচিত্রে দেখা গেছে, ইউক্রেনের সাতটি আধুনিক সামরিক যান ধ্বংস হয়েছে। এসব সামরিক সরঞ্জাম ঘটনাস্থলে ধ্বংসপ্রাপ্ত এবং ক্ষতিগ্রস্ত অবস্থায় পড়ে ছিল। এর মধ্যে রয়েছে দু’টি মার্কিন হামভি গাড়ি। ধ্বংস হওয়া সামরিক যানগুলোর মধ্যে ইসরায়েলি প্রযুক্তিতে তৈরি বেশ কয়েকটি গাড়িও রয়েছে।

এর আগে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছিল, ইউক্রেনের ৭০ জনের বেশি উগ্রবাদী নিহত, চারটি আর্মার্ড কম্ব্যাট ভেহিকেল ও পাঁচটি পিকআপ ট্রাক ধ্বংস হয়েছে। রাশিয়ার সেনাদের গোলাবর্ষণের মুখে অসংখ্য ইউক্রেনীয় উগ্রবাদী এবং তাদের সামরিক যান বিধ্বস্ত হয়।

এদিকে, বেলগ্রোদ অঞ্চলে মার্কিন নির্মিত সামরিক যান ধ্বংসের খবর ভূয়া বলে দাবি করছেন যুক্তরাষ্ট্রের সেনা কর্মকর্তারা।

সূত্র : প্রেস টিভি, তাস


বিজ্ঞাপন


এমইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর