শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ঢাকা

ইরানের সঙ্গে সহযোগিতা বজায় রাখতে চায় পাকিস্তান: শাহবাজ

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৮ মে ২০২৩, ১০:৪৪ পিএম

শেয়ার করুন:

ইরানের সঙ্গে সহযোগিতা বজায় রাখতে চায় পাকিস্তান: শাহবাজ
পাকিস্তানি প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ও ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি (ডানে)

ইরানের সঙ্গে সহযোগিতা বজায় রাখতে চায় পাকিস্তান। দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এ ধরনের মন্তব্য করেছেন। তিনি বলেন, যৌথ সীমান্ত বাজার খোলা এবং ইরান থেকে পাকিস্তানে বিদ্যুৎ সরবরাহ শুরুর ঘটনা ভ্রাতৃপ্রতিম দুই প্রতিবেশী দেশের মধ্যকার পারস্পরিক দৃঢ় সম্পর্ক ও সহযোগিতার প্রমাণ।

ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি তার দেশের দক্ষিণ সিস্তান ও বেলুচিস্তান প্রদেশ সফরের অংশ হিসেবে আজ চাবাহার থেকে পাকিস্তানে বিদ্যুৎ সরবরাহ লাইনের উদ্বোধন করেছেন। উদ্বোধনী অনুষ্ঠানে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফও উপস্থিত ছিলেন। 


বিজ্ঞাপন


বৃহস্পতিবার ইরানের সিস্তান ও বেলুচিস্তান প্রদেশের সীমান্তে দেশটির প্রেসিডেন্ট এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী নতুন বাজার উদ্বোধন করেন। পিশিন-মান্দ এলাকায় গড়ে তোলা ওই যৌথ বাজার উদ্বোধনের পরিপ্রেক্ষিতে দ্বিপক্ষীয় সম্পর্ক ও সহযোগিতার গতি বজায় রাখার ওপর জোর দেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। এ নিয়ে সাতটি সীমান্ত বাজার প্রতিষ্ঠা হলো পাকিস্তান ও ইরানের সীমান্ত এলাকায়। বাজার উদ্বোধন শেষ দুই নেতা বৈঠকে বসেন। অর্থনৈতিক ও বাণিজ্যিক ক্ষেত্রসহ বিভিন্ন পর্যায়ে অভিন্ন লক্ষ্য অর্জনে ইরানের সঙ্গে কাজ করে যাবার প্রত্যয় ব্যক্ত করেন শাহবাজ শরিফ। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে বার্তা সংস্থা ইরনাকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।

শাহবাজ বলেন, ইরান ও পাকিস্তান দুই ভ্রাতৃপ্রতীম দেশ। ধর্মীয়, সাংস্কৃতিক ও ভাষাগত বন্ধনের দিক থেকে দু'দেশ একে অপরের সঙ্গে গভীরভাবে আবদ্ধ। অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে উভয় দেশ আন্তরিকতার সঙ্গে কাজ করে যাচ্ছে। তারই অংশ হিসেবে যৌথ সীমান্ত বাজার খোলা হয়েছে এবং ইরান থেকে পাকিস্তানে বিদ্যুৎ সরবরাহের কাজও শুরু হয়েছে। সীমান্ত বাজারগুলো কেবল যে দু'দেশের সীমান্ত এলাকার আর্থ-সামাজিক অবস্থারই উন্নতি ঘটাবে তা নয় বরং এ অঞ্চলের জনগণের জন্য চাকরিরও নতুন সুযোগ তৈরি করবে।

পাকিস্তানি প্রধানমন্ত্রী ইরানের সঙ্গে সৌদি আরবের সাম্প্রতিক কূটনীতিক সম্পর্ককে স্বাগত জানান। চীন, ইরান ও সৌদি আরবের যৌথ সহযোগিতায় আঞ্চলিক শান্তি, স্থিতিশীলতা ও নিরাপত্তার উন্নতি হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

সূত্র : প্রেস টিভি


বিজ্ঞাপন


এমইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর