শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

দুবাই রাজকন্যার ঘরে এলো কন্যা সন্তান, নাম রাখলেন হিন্দ

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৫ মে ২০২৩, ১০:৫৪ এএম

শেয়ার করুন:

দুবাই রাজকন্যার ঘরে এলো কন্যা সন্তান, নাম রাখলেন হিন্দ
সন্তানের নামের ছবি পোস্ট করেছেন দুবাই রাজকন্যা।

কন্যা সন্তানের জন্ম দিয়েছেন দুবাই রাজকন্যা শায়েখা লতিফা বিনতে মোহাম্মদ বিন রশিদ আল মাখতুম। শায়েখা লতিফা মেয়ের নাম রেখেছেন হিন্দ। লতিফা আমিরাতের ভাইস প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী এবং দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাখতুমের কন্যা।

শায়েখা লতিফা রবিবার তার কন্যা সন্তানের জন্মের ঘোষণা দেন। সামাজিক মাধ্যমে লতিফা লিখেছেন, 'আমরা আজ শিশু কন্যা হিন্দ বিনতে ফয়সালের আশির্বাদ পেয়েছি'। 


বিজ্ঞাপন


 
 
 
 
 

দুবাই কালচার অ্যান্ড আর্টস অথরিটির (দুবাই সংস্কৃতি) চেয়ারপারসন এবং দুবাই কাউন্সিলের সদস্য শায়েখা লতিফা নবজাতকের ছবি শেয়ার করেননি। এমন খবরে নেটিজেনরা রাজকন্যার পরিবারকে অভিনন্দন জানিয়েছেন।

sheikha latifa
রাজকন্যা লতিফা। ছবি: ইন্টারনেট

শায়েখা লতিফা ২০১৬ সালে শেখ ফয়সাল বিন সৌদ বিন খালিদ আল কাসিমিকে বিয়ে করেন। এই দম্পতির প্রথম সন্তান (ছেলে) ২০১৮ সালের জুলাই মাসে জন্মগ্রহণ করে। তাদের দ্বিতীয় সন্তান (কন্যা) ২০২০ সালের অক্টোবরে জন্মগ্রহণ করে।


বিজ্ঞাপন


sheikha latifa
বাবার সঙ্গে রাজকন্যা লতিফা। ছবি: ইন্টারনেট

শায়েখা লতিফার ভাই দুবাইয়ের ক্রাউন প্রিন্স শেখ হামদান বিন মোহাম্মদ বিন রশিদ আল মাখতুম এই বছরের ফেব্রুয়ারিতে তৃতীয় সন্তানের বাবা হয়েছেন। তার নাম রাখা হয়েছে মোহাম্মদ।

sheikha latifa
স্বামী ও আগের দুই সন্তানের সঙ্গে রাজকন্যা লতিফা। ছবি: ইন্টারনেট

সম্প্রতি বাগদান সম্পন্ন হয়েছে দুবাইয়ের আরেক রাজকন্যা শায়েখা মাহরা বিনতে মোহাম্মদ বিন রশিদ আল মাখতুম। সংযুক্ত আরব আমিরাতের রাজপরিবারের সদস্য শেখ মানা বিন মোহাম্মদ বিন রশিদ বিন মানা আল মাখতুমের সঙ্গা গাঁটছাড়া বেঁধেছেন দুবাইয়ের ফ্যাশন সচেতন ও জনপ্রিয় এই রাজকন্যা।

সূত্র: খালিজ টাইমস

একে

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর