মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

যুক্তরাষ্ট্র অসংখ্য মানবতাবিরোধী অপরাধ করেছে: ইরান

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৪ মে ২০২৩, ১০:২১ পিএম

শেয়ার করুন:

যুক্তরাষ্ট্র অসংখ্য মানবতাবিরোধী অপরাধ করেছে: ইরান
ইরানের মানবাধিকার বিষয়ক উচ্চ পরিষদের সচিব কাজেম গরিবাবাদী

মার্কিন যুক্তরাষ্ট্রের সরকার অসংখ্য মানবতাবিরোধী অপরাধ করেছে। ইরানের মানবাধিকার বিষয়ক উচ্চ পরিষদের সচিব কাজেম গরিবাবাদী এমন মন্তব্য করেছেন। তার মতে, আমেরিকা বিভিন্ন দেশে বেসামরিক জনগণ হত্যায় জড়িত। 

রোববার কাজেম গরিবাবাদী বলেন, যুক্তরাষ্ট্রের অপরাধযজ্ঞ সম্পর্কে ইরানি জনগণকে সচেতন করা এবং এ বিষয়ে আন্তর্জাতিক পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন।


বিজ্ঞাপন


তিনি আরও বলেন, "আমাদের দেশের নাগরিকদের জানানো উচিত যে আমেরিকা আমাদের বিরুদ্ধে কী ধরনের অপরাধযজ্ঞ চালিয়েছে। কীভাবে তারা বিভিন্ন দেশের বেসামরিক জনগণকে হত্যা করেছে।

তার মতে, যুক্তরাষ্ট্রের সমস্ত মানবতাবিরোধী অপরাধের কথা প্রকাশ করতে হবে। কারণ এর আগেও আমেরিকা সরাসরি ইরানের বেসামরিক জনগণকে লক্ষ্যবস্তুতে পরিণত করেছে। এর মধ্যে একটি হচ্ছে ১৭ হাজার ইরানি নাগরিককে হত্যা এবং দ্বিতীয়টি হচ্ছে উগ্রবাদবিরোধী লড়াইয়ের মহানায়ক লেফটেন্যান্ট জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যা।"

কাজেম গরিবাবাদী বলেন, মার্কিন সরকার ইরানের ওপর পর বহু বছর থেকে নিষেধাজ্ঞা আরোপ করে রেখেছে। এ কারণে ইরানের সব ধরনের মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে।

সূত্র : প্রেস টিভি


বিজ্ঞাপন


এমইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর