মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

অভিবাসী ঠেকাতে মেক্সিকো সীমান্তে অতিরিক্ত ১৫০০ মার্কিন সেনা

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৩ মে ২০২৩, ০১:০৬ পিএম

শেয়ার করুন:

অভিবাসী ঠেকাতে মেক্সিকো সীমান্তে অতিরিক্ত ১৫০০ মার্কিন সেনা
ছবি: আনাদুলু এজেন্সি

করোনভাইরাস মহামারি-যুগের বিধিনিষেধের অবসানের পর মার্কিন যুক্তরাষ্ট্রে অভিবাসীর ঢল বৃদ্ধি পেয়েছে। এমন অবস্থা মোকাবেলায় অতিরিক্ত আরও দেড় হাজার সেনা মেক্সিকো সীমান্তে পাঠাচ্ছে বাইডেন প্রশাসন। মঙ্গলবার দেশটি এমন ঘোষণা দিয়েছে।

পেন্টাগন হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্টের (ডিএইচএস) অনুরোধে দক্ষিণ-পশ্চিম সীমান্তে ইউএস কাস্টমস অ্যান্ড বর্ডার প্রোটেকশন (সিপিবি) প্রচেষ্টার পরিপূরক করতে সেনা বৃদ্ধির অনুমোদন দেওয়া হয়েছে। এক বিবৃতিতে একথা জানিয়েছেন, পেন্টাগনের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল প্যাট রাইডার। খবর রয়টার্সের


বিজ্ঞাপন


রাইডার বলেন, ৯০ দিনের জন্য এসব অতিরিক্ত সামরিক কর্মী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। সামরিক কর্মীরা সরাসরি আইন প্রয়োগকারী কার্যকলাপে অংশগ্রহণ করবে না।

ডিএইচএস আগে বলেছিল যে, অভিবাসী বৃদ্ধির কারণে প্রতিরক্ষা বিভাগ ৯০ দিনের জন্য অতিরিক্ত কর্মী দক্ষিণ-পশ্চিম সীমান্তে নিয়োগ করবে। এটি বর্তমান সক্ষমতাকে আরও বাড়িয়ে দেবে।

তারা বলছে যে, দুটি সংস্থা অনিয়মিত অভিবাসনের চ্যালেঞ্জ মোকাবেলা করতে এবং অভিবাসীদের নিরাপদ ও সুশৃঙ্খল প্রক্রিয়াকরণ নিশ্চিত করতে একসাথে কাজ করছে।

হোয়াইট হাউসের মুখপাত্র কারিন জিন-পিয়ের বলেছেন যে, রাষ্ট্রপতি জো বাইডেন শিরোনাম ৪২ তুলে নিতে বিভিন্ন কার্যকরী কৌশল অবলম্বন করছেন। সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প করোনাকালীন সময়ে অভিবাসী ঠেকাতে কঠোর এই আইন প্রণয়ন করেন।


বিজ্ঞাপন


মার্কিন যুক্তরাষ্ট্র সোমবার ঘোষণা করেছে যে, ফেডারেল কর্মচারী এবং আন্তর্জাতিক বিমান ভ্রমণকারীদের জন্য ১১ মে থেকে করোনা টিকার বাধ্যবাধকতা তুলে নেওয়া হবে।

এদিকে ১১ মে শিরোনাম ৪২ তুলে নেওয়ার আগে সীমান্তে অভিবাসী পরিস্থিতি মোকাবেলায় একসঙ্গে কাজ করার ঘোষণা দিয়েছে মেক্সিকো ও মার্কিন যুক্তরাষ্ট্র।

একে

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর