রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

বরিসের বিতর্কিত ঋণ চুক্তি ইস্যুতে বিবিসি চেয়ারম্যানের পদত্যাগ

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২৮ এপ্রিল ২০২৩, ০৬:১৯ পিএম

শেয়ার করুন:

বরিসের বিতর্কিত ঋণ চুক্তি ইস্যুতে বিবিসি চেয়ারম্যানের পদত্যাগ
বিবিসি চেয়ারম্যান রিচার্ড শার্প

বরিস জনসনের ঋণ চুক্তি ইস্যুতে বিবিসি (ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশন) চেয়ারম্যান রিচার্ড শার্প পদত্যাগ করেছেন। শুক্রবারই তিনি পদত্যাগ করেন। একটি প্রতিবেদন অনুসারে, সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী জনসনকে প্রায় এক মিলিয়ন ঋণের সুবিধা দেওয়ার ক্ষেত্রে তার জড়িত থাকার বিষয়টি প্রকাশ হওয়ার পর তিনি পদত্যাগ করেন।

বিবিসি ও অন্যান্য আন্তর্জাতিক সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, শুক্রবার জমা দেওয়া পদত্যাগপত্রে এই অভিযোগ একরকম স্বীকারও করে নিয়েছেন তিনি। এ প্রসঙ্গে অব্যাহতি পত্রে তিনি বলেছেন, সচেতনভাবে এই অনিয়ম তিনি করেননি। এটি ছিল একটি ‘অনিচ্ছাকৃত ভুল’।


বিজ্ঞাপন


২০২৩ সালের জানুয়ারি মাসে ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশন-এর চেয়ারম্যান হিসেবে নিয়োগ পান রিচার্ড শার্প। এ নিয়োগে সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন সুপারিশ করেছিলেন।

কিন্তু তিনি বিবিসি চেয়ারম্যান হওয়ার পরই অভিযোগ ওঠে যে নিজের প্রভাব খাটিয়ে এবং সরকারি নিয়ম-নীতিকে পাশ কাটিয়ে বরিস জনসনকে আট লাখ পাউন্ড ব্যাংক ঋণ পেতে মধ্যস্থতা করেছিলেন শার্প। এছাড়া এই কাজটি তিনি করেছিলেন বিবিসির চেয়ারম্যান পদের জন্য জনসনের সুপারিশ লাভের মাত্র এক সপ্তাহ আগে।

এই অভিযোগ ওঠার পর তা খতিয়ে দেখা শুরু করে যুক্তরাজ্য সরকারের ব্যাংক ঋণ বিষয়ক পর্যবেক্ষক সংস্থা। ওই তদন্তে বিবিসি চেয়ারম্যানের বিরুদ্ধে ওঠা অভিযোগের সত্যতা প্রমাণিত হয়। এ কারণে শুক্রবার পদত্যাগপত্র জমা দেন শার্প।

যুক্তরাজ্যভিত্তিক একটি গণমাধ্যম জানিয়েছে, সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী জনসনের সঙ্গে ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশন-এর চেয়ারম্যানের এই ‘গোপন বোঝাপড়া’ প্রকাশ্যে আসার পর থেকে ব্যাপকভাবে বিব্রত ও ক্ষুব্ধ হন বিবিসি যুক্তরাজ্য শাখার কর্মীরা।


বিজ্ঞাপন


সূত্র : সিএনএন

এমইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর