রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

কদরের রাতে মহাকাশ থেকে মক্কা-মদিনার আকর্ষণীয় দৃশ্য (ভিডিও)

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৮ এপ্রিল ২০২৩, ১১:৪১ এএম

শেয়ার করুন:

কদরের রাতে মহাকাশ থেকে মক্কা-মদিনার আকর্ষণীয় দৃশ্য (ভিডিও)
মহাকাশ থেকে পবিত্র মক্কা শহরের দৃশ্য- আল নেয়াদির টুইটার ভিডিও থেকে নেওয়া

বিশ্বের প্রায় ২০০ কোটি মুসলিম রমজানের শেষ দশকের বিজোড় রাতগুলোতে শবে কদরের ইবাদত করেন। তবে ২৭ রমজানের রজনি বিশেষভাবে পালিত হয়। আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে এই রাতের পবিত্র নগরী মক্কা ও মদিনার দৃশ্য ধারণ করেছেন সংযুক্ত আরব আমিরাতের নভোচারী সুলতান আল নেয়াদি।

মহাকাশ থেকে ধারণ করা ভিডিও ও ছবিতে দেখা গেছে, মক্কা এবং মদিনা রাতে আলোকিত হয়ে উঠেছে আর বাতির মতো যেন জ্বলছে পবিত্র কাবা প্রাঙ্গণ (মক্কার গ্র্যান্ড মসজিদ)।


বিজ্ঞাপন


বর্তমানে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে (আইএসএস) দীর্ঘতম আরব মহাকাশ মিশনে রয়েছেন আল নেয়াদি। তিনি এসব ছবি উপহার হিসেবে সৌদি আরবের বাদশাহ সালমানের সন্তানদের জন্য উৎসর্গ করেছেন।

ভিডিওতে দেখা গেছে, মক্কা এবং মদিনা সম্পূর্ণরূপে আলোকিত। আর গ্র্যান্ড মসজিদ তথা কাবা প্রাঙ্গণ উজ্জ্বলভাবে জ্বলজ্বল করছে।

আল নেয়াদি লিখেছেন, 'আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে এই শুভ রাতে সালমানের সন্তানদের জন্য একটি উপহার।'


বিজ্ঞাপন


Makkah, Madina from space

আল নেয়াদির বিশেষ এই চিত্র ধারণ করা হয়েছে যখন, সোমবার ২৭তম রমজানের রজনিতে এশা ও তারাবির নামাজ আদায় করার জন্য লাখ লাখ মুসল্লি জড়ো হয়েছিলেন।

আল নেয়াদির ভিডিওটি ভাইরাল হয়েছে। নেটিজেনরা তার এমন কাজের জন্য তাকে ধন্যবাদ জানিয়েছেন।

সূত্র: গালফ নিউজ ও দ্য ন্যাশনাল নিউজ

একে

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর