সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ শুরু আদানি গ্রুপের

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৯ এপ্রিল ২০২৩, ০৫:১০ পিএম

শেয়ার করুন:

বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ শুরু আদানি গ্রুপের

ভারতের ঝাড়খন্ড থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ শুরু করেছে এ সময়ের আলোচিত ভারতীয় প্রতিষ্ঠান আদানি গ্রুপ। আদানি গ্রুপের প্রতিষ্ঠান আদানি পাওয়ার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

আদানি গ্রুপ জানিয়েছে, ভারতের ঝাড়খন্ডের গোড্ডায় আদানি পাওয়ার লিমিটেড (এপিএল) ঝাড়খন্ডের গোড্ডায় তাদের আলট্রা-সুপারক্রিটিক্যাল প্রযুক্তির ৮০০ মেগাওয়াট উৎপাদনক্ষমতার তাপবিদ্যুৎকেন্দ্রের একটি ইউনিটের কার্যক্রম চালু হয়েছে।


বিজ্ঞাপন


সেখান থেকে ৭৪৮ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ শুরু হয়েছে বাংলাদেশে। আদানি গ্রুপ বলছে, তাদের সরবরাহ করা বিদ্যুৎ বাংলাদেশে বিদ্যুৎ-ব্যবস্থার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এমনকি তরল জ্বালানি উৎপাদিত ব্যয়বহুল বিদ্যুতের বদলে আদানি গ্রুপের সরবরাহ করা এই বিদ্যুৎ প্রকৃত খরচ কমিয়ে আনবে।

টাইমস অব ইন্ডিয়ার বাংলা সংস্করণ এই সময়ের প্রতিবেদনে বলা হয়েছে, বিদ্যুৎকেন্দ্রটি ঝাড়খণ্ডের গোড্ডা জেলায় অবস্থিত। এটি আদানি গ্রুপের বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা প্রসারিত করার এবং প্রতিবেশী দেশে বিদ্যুৎ সরবরাহ করার জন্য তৈরি করা হয়েছে। 

বিদ্যুৎকেন্দ্রটি সুপারক্রিটিক্যাল প্রযুক্তিতে সজ্জিত, যা প্রচলিত বিদ্যুৎ উৎপাদন প্রযুক্তির চেয়ে বেশি দক্ষ এবং পরিবেশ বান্ধব হিসাবে পরিচিত।

বিদ্যুৎকেন্দ্রটি থেকে উৎপাদিত বিদ্যুৎ ৪০০ কিলোভোল্ট (কেভি) ডাবল সার্কিট ট্রান্সমিশন লাইনের মাধ্যমে বাংলাদেশ-ভারত সীমান্তের সঙ্গে সংযুক্ত। ট্রান্সমিশন লাইনটি ভারত বাংলাদেশ পাওয়ার ইন্টারকানেকশন প্রজেক্টের অংশ। ভারত বাংলাদেশ পাওয়ার ইন্টারকানেকশন প্রজেক্টের লক্ষ্য হলো দুই দেশের মধ্যে বিদ্যুৎ বিনিময় সহজ করা।


বিজ্ঞাপন


খবরে বলা হয়েছে যে, এই বিদ্যুৎকেন্দ্রটি পুরোপুরি চালু হলে ভারত ও বাংলাদেশের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদার হবে। বাংলাদেশ সরকার বিদ্যুতের একটি নির্ভরযোগ্য উৎস পাবে বলে মনে করা হচ্ছে। এটি পরিষ্কার এবং আরও কার্যকরি বিদ্যুৎ উৎপাদন প্রযুক্তি ব্যবহার করে উভয় দেশের কার্বন ফুটপ্রিন্ট কমাতেও সাহায্য করবে।

adani power

খবরে বলা হয়েছে, ঝাড়খণ্ডে আদানি পাওয়ার লিমিটেডের বিদ্যুৎকেন্দ্রের উদ্বোধন ভারতের শক্তি পরিকাঠামোকে শক্তিশালী করার এবং আঞ্চলিক সহযোগিতার প্রচারের দিকে একটি উল্লেখযোগ্য পদক্ষেপ।

ঝাড়খণ্ডে নির্মিত আদানি পাওয়ার লিমিটেডের ১৬০০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্র থেকে বাংলাদেশ প্রায় দেড় হাজার মোগাওয়াট বিদ্যুৎ আমদানি করবে।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ২০১৫ সালের জুনে প্রথমবার বাংলাদেশ সফর করেন। তখন ভারতের সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের জন্য সাড়ে ৪ বিলিয়ন ডলারের চুক্তি সই হয়। এই চুক্তির ধারাবাহিকতায় আদানির সঙ্গে বিদ্যুৎ ক্রয়চুক্তি করে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)।

একে

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর