মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

সিরিয়ায় ফিলিস্তিনি শরণার্থীদের ত্রাণ দিলো ইরান

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৮ এপ্রিল ২০২৩, ১১:০০ পিএম

শেয়ার করুন:

সিরিয়ায় ফিলিস্তিনি শরণার্থীদের ত্রাণ দিলো ইরান
ফিলিস্তিনিদের জন্য কয়েক টন মানবিক ত্রাণসামগ্রী পাঠিয়েছে ইরান

সিরিয়ার রাজধানী দামেস্কের আল-ইয়ারমুখ শরণার্থী শিবিরে বসবাসরত ফিলিস্তিনিদের জন্য কয়েক টন মানবিক ত্রাণসামগ্রী পাঠিয়েছে ইরান। এসব ত্রাণসামগ্রীর মধ্যে রয়েছে চার হাজার খাবার প্যাকেট ও অন্যান্য সহায়তা। ইরানি কর্তৃপক্ষ এমন তথ্য দিয়েছে।

প্রেস টিভির প্রতিবেদন অনুসারে, ইতোমধ্যে ইরানের এসব ত্রাণসামগ্রী সিরিয়ায় পৌঁছেছে। সিরিয়ায় নিযুক্ত ইরানি রাষ্ট্রদূতের উপস্থিতিতে এসব ত্রাণ সামগ্রী সিরিয়াভিত্তিক একটি ফিলিস্তিনি সংগঠনের কাছে হস্তান্তর করা হয়।


বিজ্ঞাপন


এ সময় ইরানি রাষ্ট্রদূত বলেন, ফিলিস্তিনিদের জন্য ইরানের সমর্থন অব্যাহত থাকবে। ত্রাণসামগ্রীর মধ্যে রয়েছে চার হাজার খাবার প্যাকেট ও অন্যান্য সহায়তা, যা সিরিয়ার বিভিন্ন শরণার্থী শিবিরের ফিলিস্তিনের মধ্যে বিতরণ করা হবে। এ সময় ফিলিস্তিনের কয়েকটি সংগঠনের প্রধানরা ইরানের সমর্থনের প্রশংসা করে বলেন, জায়নবাদী ইসরায়েলের কবল থেকে ফিলিস্তিনি ভূখণ্ড মুক্ত না হওয়া পর্যন্ত তাদের লড়াই অব্যাহত থাকবে।

২০১১ সালে সিরিয়ায় উগ্রবাদীদের তাণ্ডব শুরুর আগ পর্যন্ত শরণার্থী শিবিরে বহুসংখ্যক ফিলিস্তিনি বসবাস করতেন। কিন্তু উগ্রবাদীদের অন্যতম লক্ষ্যবস্তুতে পরিণত হয় ফিলিস্তিনি শরণার্থীরা। ফলে তারা সিরিয়ার বিভিন্ন এলাকায় বিচ্ছিন্ন হয়ে পড়ে এবং এখন তারা মানবিক বিপর্যয়ের মুখে পড়েছে। তাদেরকে সহযোগিতার জন্য ইরান এই ত্রাণ সামগ্রী পাঠিয়েছে।

সূত্র : প্রেস টিভি

এমইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর