শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

জ্বালানি বাঁচাতে জার্মানিতে চালু মাসিক গণপরিবহন টিকিট

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৬ এপ্রিল ২০২৩, ১১:৪০ এএম

শেয়ার করুন:

জ্বালানি বাঁচাতে জার্মানিতে চালু মাসিক গণপরিবহন টিকিট

করোনা এবং ইউক্রেন যুদ্ধের ফলে জার্মানিতে জীবনযাত্রার খরচ বেড়েছে অনেক। জনগণকে সহায়তায় প্রণোদনা, এককালীন অর্থপ্রদানসহ নানা পদক্ষেপ নিয়েছে সরকার। এর ধারাবাহিকতায় গণপরিবহণের জন্য এবার চালু হচ্ছে ৪৯ ইউরোর "ডয়েচলান্ড টিকিট"।

রাশিয়ার ইউক্রেন আক্রমণের উত্তাপ ছড়িয়েছে সমগ্র ইউরোপের পরিবহণ খাতে। জনগণের ওপর চাপ কমাতে গণপরিবহণ ব্যবহারে গত বছরের গ্রীষ্মে পরীক্ষামূলকভাবে তিন মাসের জন্য নয় ইউরোর মাসিক টিকিট চালু করে জার্মান সরকার। কিন্তু এরপর কী হবে, সে বিষয়ে একমত হতে পারছিল না ফেডারেল এবং রাজ্য সরকারগুলো।


বিজ্ঞাপন


অবশেষে জার্মানির জোট সরকার এবং রাজ্য সরকারগুলো একমত হয়েছে ৪৯ ইউরোর (প্রায় ছয় হাজার বাংলাদেশি টাকা) মাসিক গণপরিবহণ টিকেট চালু করতে। প্রাথমিকভাবে এই টিকেট দুই বছর চালু রাখার সিদ্ধান্ত হয়েছে। তিন এপ্রিল থেকে এই টিকিট কিনতে পাওয়া যাচ্ছে, তবে এই টিকিট নিয়ে ভ্রমণ করা যাবে মে মাস থেকে। ডিজিটাল সাবস্ক্রিপশনের অংশ হিসাবে টিকিট কেনা যাবে অনলাইনে।

গাড়ির দেশ খ্যাত দেশটিতে ৪৯ ইউরোর এই টিকিট দিয়ে স্থানীয় ও আঞ্চলিক গণপরিবহন নেটওয়ার্কগুলোতে ভ্রমণ করতে পারবেন। তবে দুরপাল্লার দ্রুতগতির আন্তনগর ট্রেন- আইসিই বা আইসি এই টিকিটের আওতায় পড়বে না।

এর ফলে ব্যক্তিগত গাড়ির বদলে মানুষ গণপরিবহণ ব্যবহারে আরো আগ্রহী হয়ে উঠবেন বলে আশা করছে সরকার। এতে জ্বালানির ওপর চাপ কমবে, জনগণের জীবনযাত্রার খরচও কমে আসবে। বেশি সংখ্যক মানুষ ব্যক্তিগত গাড়ির বদলে বাস-ট্রেনে চলাচলে উৎসাহিত হলে জার্মানির জলবায়ু লক্ষ্যমাত্রা অর্জনে সহায়তা হবে বলেও মনে করা হচ্ছে।

যাত্রীদের সুবিধা বিবেচনা করে ইউরোপের বেশ কয়েকটি দেশ এরইমধ্যে গণপরিবহণের টিকিটে মূল্যছাড় সুবিধা প্রদান করে আসছে।


বিজ্ঞাপন


২০২০ সালের মার্চ মাসে লুক্সেমবার্গ দেশব্যাপী বাসিন্দা এবং পর্যটকদের জন্য বিনামূল্যে গণপরিবহণ সেবা চালু করে। অস্ট্রিয়াতে জনগণ এক হাজার ৯৫ ইউরোতে 'ক্লিমা টিকিট' বা জলবায়ু টিকিট দিয়ে দেশের যে কোনও জায়গায় সকল গণপরিবহণে ভ্রমণ করতে পারেন। কেবল ১৫ ইউরো রেজিস্ট্রেশন ফি এর বিনিময়ে মাল্টা গত অক্টোবরে তার বেশিরভাগ বাস রুটে স্মার্ট কার্ডধারীদের জন্য বিনামূল্যে গণপরিবহণ চালু করে৷ ফ্রান্স, এস্তোনিয়া ও ইউরোপীয় অন্যান্য দেশের বেশকিছু শহরে একই রকম সুবিধা চালু রয়েছে।

২০২২ সালের জুনে তিন মাসের জন্য চালু হওয়া নয় ইউরোর টিকিট চালু হয়েছিল। অ্যাসোসিয়েশন অফ জার্মান ট্রান্সপোর্ট কোম্পানিজের তথ্য অনুসারে এই টিকিট পাঁচ কোটিরও বেশি বিক্রি হয়েছে। গাড়ির ব্যবহার কমার ফলে মাত্র তিন মাসে ১৮ লাখ মেট্রিক টন কার্বন ডাই অক্সাইড নির্গমনও কমেছিল।

সূত্র: ডয়চে ভেলে

একে

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর