শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ঢাকা

রুশ পরমাণু অস্ত্র গ্রহণে প্রস্তুত বেলারুশ

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০১ এপ্রিল ২০২৩, ০৮:৩১ পিএম

শেয়ার করুন:

রুশ পরমাণু অস্ত্র গ্রহণে প্রস্তুত বেলারুশ
বেলারুশের প্রেসিডেন্ট আলেকজন্ডার লুকাশেংকো

রাশিয়ার কৌশলগত পরমাণু অস্ত্র গ্রহণের জন্য বেলারুশ সম্পূর্ণরূপে প্রস্তুত। বেলারুশের প্রেসিডেন্ট আলেকজন্ডার লুকাশেংকো এমন তথ্য দিয়েছেন। তিনি বলেন, রাশিয়ার পরমাণু অস্ত্র বেলারুশে মোতায়েনের মধ্য দিয়ে এই বিষয়টি পরিষ্কার হবে যে দু’দেশ তাদের সার্বভৌমত্ব এবং স্বাধীনতা রক্ষা করার জন্য প্রস্তুত রয়েছে।

বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেংকো গতকাল (শুক্রবার) দেশটির আইনপ্রণেতাদের বলেন, "প্রয়োজন হলে আমি এবং রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন বেলারুশে কৌশলগত পরমাণু অস্ত্র মোতায়েন করতে পারি।”


বিজ্ঞাপন


তিনি বলেন, “আমাদের জাতি, রাষ্ট্র ও জনগণকে রক্ষার জন্য আমরা সবকিছুই করব।"

পরমাণু অস্ত্র মোতায়েনের মধ্য দিয়ে রাশিয়া এবং বেলারুশ দুই দেশেরই প্রতিরোধ সক্ষমতা বাড়বে। তিনি বলেন, পরমাণু অস্ত্র মোতায়েনের কারণে সমস্ত যুদ্ধবাজরা সতর্ক হবে। এ কথা দিয়ে লুকাশেংকো মূলত পশ্চিমাদের প্রতি ইঙ্গিত করেছেন।

গত রোববার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ঘোষণা করেন, মস্কো বেলারুশে কৌশলগত পরমাণু অস্ত্র মোতায়েন করতে যাচ্ছে। এতে রাশিয়ার প্রভাব বাড়বে বলে তিনি উল্লেখ করেন।

সূত্র : আল-জাজিরা


বিজ্ঞাপন


এমইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর