মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

যুক্তরাষ্ট্রে টর্নেডোর আঘাত, নিহত ৭

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২৫ মার্চ ২০২৩, ১১:৫৯ এএম

শেয়ার করুন:

যুক্তরাষ্ট্রে টর্নেডোর আঘাত, নিহত ৭

মার্কিন যুক্তরাষ্ট্রের মিসিসিপিতে টর্নেডোর ভয়াবহ আঘাতে অন্তত ৭ জন নিহত হয়েছে। স্থানীয় সময় শুক্রবার রাজ্যের রোলিং ফর্ক শহরে বেশ কয়েকটি বাড়ি উড়িয়ে নিয়ে গেছে টর্নেডো। 

রোলিং ফর্কের মেয়র জানিয়েছেন, টর্নেডোতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষতি হয়েছে পার্শবর্তী সিলভার সিটিতেও।


বিজ্ঞাপন


১৮০০ জনের বেশি লোক রোলিং ফর্কে বসবাস করেন। শহরটির মেয়র এলড্রিজ ওয়াকার বলেন, 'এই মুহুর্তে আমি যে ক্ষতির মূল্যায়ন করতে পেরেছি তা থেকে মনে হচ্ছে, এটি একটি বড় টর্নেডো ছিল এবং এটি শহরকে ধ্বংস করে দিয়েছে।'

শার্কি কাউন্টি করোনার অ্যাঞ্জেলিয়া ইসন বলেন, আবহাওয়াজনিত কারণে পাঁচজন মারা গেছে, সবগুলোই রোলিং ফর্কের।

দেশটির জাতীয় আবহাওয়া দফতর শুক্রবার রাত ৮:০৫ নাগাদ রোলিং ফর্কের দিকে স্থলে একটি টর্নেডোর বিষয়ে সতর্ক করেছিল।


বিজ্ঞাপন


আবহাওয়া পরিষেবা পরে বলেছে যে, জ্যাকসনের ৬০ মাইল উত্তর-পশ্চিমে এবং রোলিং ফর্কের উত্তর-পূর্বে সিলভার সিটিতেও টর্নেডোর ক্ষতি হয়েছে।

সূত্র: সিবিসি ও স্পেক্টেটর ইনডেস্ক

একে

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর