শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ঢাকা

ফ্রান্সে পেনশন ইস্যুতে তীব্র বিক্ষোভ, বোর্দো টাউন হলে আগুন

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২৪ মার্চ ২০২৩, ১১:১৮ এএম

শেয়ার করুন:

ফ্রান্সে পেনশন ইস্যুতে তীব্র বিক্ষোভ, বোর্দো টাউন হলে আগুন
ফ্রান্সজুড়ে ১০ লাখের বেশি লোক আন্দোলন করতে রাস্তায় নেমে এসেছিল

ফ্রান্সে পেনশন ইস্যুতে তীব্র বিক্ষোভ চলছে। পেনশনের বয়স বাড়ানোর সরকারি পরিকল্পনার বিরুদ্ধে ফরাসি বিক্ষোভ অব্যাহত থাকার মধ্যেই বোর্দো টাউন হলে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুসারে, বৃহস্পতিবার প্যারিসে এক লাখ ১৯ হাজার মানুষ বিক্ষোভ করেছে। এছাড়া ফ্রান্সজুড়ে ১০ লাখের বেশি লোক আন্দোলন করতে রাস্তায় নেমে এসেছিল।


বিজ্ঞাপন


এদিকে দেশটির রাজধানীতে বিক্ষোভকারীদের বিরুদ্ধে পুলিশ কাঁদানে গ্যাস ব্যবহার করে। এছাড়া তারা ৮০জন বিক্ষোভকারীকে আটক করে।

দেশটিতে নাগরিকদের অবসরের বয়স দুই বছর বাড়িয়ে ৬৪-করার বিষয়ে আইন করতে গেলে সেখানে তীব্র বিক্ষোভ ছড়িয়ে পড়ে।

ফ্রান্সের শ্রমিক ইউনিয়নগুলো আগামী মঙ্গলবার আরও বিক্ষোভের ডাক দিয়েছে। এমন সময়ে দেশটিতে বিক্ষোভ চলছে, যখন সেখানে ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের সফর করার কথা রয়েছে। এবারের সফরে মঙ্গলবার বোর্দো শহরে যাবেন চার্লস। সেখানে এক দিনের বিক্ষোভ ও সংঘর্ষের পর বৃহস্পতিবার সন্ধ্যায় টাউন হলের সামনের দরজায় আগুন লাগিয়ে দেওয়া হয়েছে।

অগ্নিকাণ্ডের জন্য কারা দায়ী তা স্পষ্ট নয়, তবে দমকলকর্মীরা দ্রুত ওই আগুন নিভিয়ে ফেলে।


বিজ্ঞাপন


সূত্র : বিবিসি

এমইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর