তুরস্কের নতুন বিধ্বংসী ড্রোন ‘আজাব’

তুর্কি প্রযুক্তি প্রতিষ্ঠান রবিট টেকনোলজি দীর্ঘ পাল্লার ফ্লাইট দূরত্বসহ ‘আজাব’ নামে একটি নতুন বহুমুখী কামিকাজে ড্রোন তৈরি করেছে। এরই মধ্যে এটি সব ফ্লাইট পরীক্ষায় সফলভাবে পাস করেছে।
আনাদুলু এজেন্সির খবরে বলা হয়েছে, ডেল্টা-উইংড প্ল্যাটফর্ম (যার উচ্চ পেলোড ক্ষমতা রয়েছে) সব ফ্লাইট পরীক্ষায় সফল হয়েছে। মনুষ্যবিহীন এরিয়াল ভেহিকেল (ইউএভি) এর ফায়ারিং টেস্ট শিগগিরই চালানোর পরিকল্পনা করা হয়েছে।
রবিট টেকনোলজির প্রোডাক্ট ডিরেক্টর সেলকুক ফিরাত আনাদোলুকে বলেন, ‘আমরা সব ফ্লাইট পরীক্ষা করেছি। গোলাবারুদ পরীক্ষার দিকে এগোচ্ছি। আগামী মাসে গোলাবারুদ পরীক্ষা করব।’
গোলাবারুদ পরীক্ষাগুলো এই বছরের তৃতীয় প্রান্তিকের শেষের দিকে শেষ হবে বলে আশা করা হচ্ছে। ফিরাত বলেন, ‘আমরা উৎপাদনের জন্য প্রস্তুত। ভবিষ্যতের অর্ডারগুলোও পূরণ করতে সক্ষম হব।’
আজাব ড্রোনের সঙ্গে বিভিন্ন ধরণের ওয়ারহেড একত্রিত করা যেতে পারে উল্লেখ করে ফিরাত বলেন যে, ‘এটির ২ মিটার (৬.৫ ফুট) এবং ১.৫ মিটার (৪.৯ ফুট) ডানা বিশিষ্ট দুটি সংস্করণ রয়েছে।’
তিনি বলেন, ‘২ মিটার ডানা বিশিষ্ট আজাব ১৫ কিলোগ্রাম (৩৩ পাউন্ড) পেলোড বহন করতে পারে।’
এই ড্রোন ২০০ কিলোমিটার (১২৪ মাইল) পর্যন্ত অপারেশন পরিচালনা করতে পারে। এটি জিপিএসের মাধ্যমে লক্ষ্যবস্তুকে ধ্বংস করে।
একে