শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ঢাকা

বিশ্বজুড়ে রমজানকে স্বাগত জানাচ্ছে মুসলিমরা (ছবিসহ)

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২৩ মার্চ ২০২৩, ০৪:০২ পিএম

শেয়ার করুন:

বিশ্বজুড়ে রমজানকে স্বাগত জানাচ্ছে মুসলিমরা (ছবিসহ)
লেবাননের দক্ষিণাঞ্চলীয় বন্দর শহর সিডনে নারীরা রমজানের সাজসজ্জার কেনাকাটা করছেন।

বিশ্বের মুসলিমরা পবিত্র রমজান মাসকে স্বাগত জানাচ্ছে। আরব দেশগুলোসহ বিভিন্ন দেশে বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে রমজান মাস। বাংলাদেশ-ভারতসহ অন্যান্য দেশে রোজা শুরু শুক্রবার। সারাদিন রোজা পালন করে মহান আল্লাহর অনুগ্রহ কামনা করছে মুসলিমরা।

ramadan
ইন্দোনেশিয়ার জাকার্তার ইস্তিকলাল মসজিদে তারাবির দৃশ্য

মাসজুড়ে মুসলিমরা সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত সবধরনের পানাহার থেকে বিরত থাকবে। অনেকে পুরো মাস বাড়তি ইবাদত-বন্দেগীতে মন দেবেন, পবিত্র কোরআন পড়বেন এবং দান করবেন।

ramadan
ইয়েমেনের সানার গ্র্যান্ড মসজিদে কুরআন পাঠ করছেন ধর্মপ্রাণ মুসল্লিরা

সন্ধ্যায় ইফতার ও সুবহে সাদিকে সেহরিতে পরিবার ও বন্ধুদের সঙ্গে আনন্দময় ভোজের আয়োজন করা হবে। একসঙ্গে জড়ো হয়ে তারাবি পড়া ও গভীর ইবাদতে মশগুল হবে পুরো মুসলিম বিশ্ব।

ramadan
মালয়েশিয়ার ইসলামিক কর্তৃপক্ষের সদস্যরা মালয়েশিয়ার কুয়ালালামপুরে নতুন চাঁদ দেখছেন

এই পবিত্র মাসেই মহান আল্লাহ তায়ালা পবিত্র কোরআন নাজিল করেন। রোজা ইসলামের পাঁচটি স্তম্ভের একটি। অল্পবয়সী শিশু, অসুস্থ, গর্ভবতী, বুকের দুধ খাওয়ানো বা ঋতুস্রাবরত মহিলা ব্যতিত সকল মুসলিমের ওপর এটি ফরজ। এ বিষয়ে  ভ্রমণকারীদেরও ছাড় দেওয়া হয়েছে।

ramadan

মিশরের কায়রোতে সাইয়েদা জিনাব বাজারের একজন মিশরীয় খেজুর বিক্রেতা।

ramadan pakistan

পাকিস্তানের করাচিতে শ্রমিকরা রমজানের জন্য ভার্মিসেলি প্রস্তুত করছেন।

ramadan

সিরিয়ার দামেস্কে রমজানের শুরুতে চাঁদ দেখার জন্য সরকারি কমিটির সঙ্গে যোগ দিয়েছেন সাধারণ জনগণ।

ramadan saudi

সৌদি আরবের রিয়াদের একটি স্থানীয় বাজারে রমজানের সাজসজ্জা কিনছেন একজন সৌদি নারী।

 

সূত্র: আল জাজিরা

একে

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর