বিশ্বজুড়ে রমজানকে স্বাগত জানাচ্ছে মুসলিমরা (ছবিসহ)

বিশ্বের মুসলিমরা পবিত্র রমজান মাসকে স্বাগত জানাচ্ছে। আরব দেশগুলোসহ বিভিন্ন দেশে বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে রমজান মাস। বাংলাদেশ-ভারতসহ অন্যান্য দেশে রোজা শুরু শুক্রবার। সারাদিন রোজা পালন করে মহান আল্লাহর অনুগ্রহ কামনা করছে মুসলিমরা।

মাসজুড়ে মুসলিমরা সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত সবধরনের পানাহার থেকে বিরত থাকবে। অনেকে পুরো মাস বাড়তি ইবাদত-বন্দেগীতে মন দেবেন, পবিত্র কোরআন পড়বেন এবং দান করবেন।

সন্ধ্যায় ইফতার ও সুবহে সাদিকে সেহরিতে পরিবার ও বন্ধুদের সঙ্গে আনন্দময় ভোজের আয়োজন করা হবে। একসঙ্গে জড়ো হয়ে তারাবি পড়া ও গভীর ইবাদতে মশগুল হবে পুরো মুসলিম বিশ্ব।

এই পবিত্র মাসেই মহান আল্লাহ তায়ালা পবিত্র কোরআন নাজিল করেন। রোজা ইসলামের পাঁচটি স্তম্ভের একটি। অল্পবয়সী শিশু, অসুস্থ, গর্ভবতী, বুকের দুধ খাওয়ানো বা ঋতুস্রাবরত মহিলা ব্যতিত সকল মুসলিমের ওপর এটি ফরজ। এ বিষয়ে ভ্রমণকারীদেরও ছাড় দেওয়া হয়েছে।
মিশরের কায়রোতে সাইয়েদা জিনাব বাজারের একজন মিশরীয় খেজুর বিক্রেতা।
পাকিস্তানের করাচিতে শ্রমিকরা রমজানের জন্য ভার্মিসেলি প্রস্তুত করছেন।
সিরিয়ার দামেস্কে রমজানের শুরুতে চাঁদ দেখার জন্য সরকারি কমিটির সঙ্গে যোগ দিয়েছেন সাধারণ জনগণ।
সৌদি আরবের রিয়াদের একটি স্থানীয় বাজারে রমজানের সাজসজ্জা কিনছেন একজন সৌদি নারী।
সূত্র: আল জাজিরা
একে