বৃহস্পতিবার, ২ মে, ২০২৪, ঢাকা

ইউক্রেনের জাপোরিঝিয়ায় রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা, হতাহত ২৬

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২২ মার্চ ২০২৩, ১০:৩০ পিএম

শেয়ার করুন:

ইউক্রেনের জাপোরিঝিয়ায় রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা, হতাহত ২৬
রুশ ক্ষেপণাস্ত্র আঘাতের পর দক্ষিণ-পূর্ব ইউক্রেনের শহর জাপোরিঝিয়াতে অন্তত একজন নিহত হয়েছে

ইউক্রেনের জাপোরিঝিয়া অঞ্চলে ক্ষেপণাস্ত্র হামলা করেছে রাশিয়া। ওই হামলায় একজন নিহত এবং ২৫ জন আহত হয়েছে। আহতদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক।

ইউক্রেনের সরকারি কর্মকর্তারা বলেছেন, ‘একটি অ্যাপার্টমেন্ট বিল্ডিংয়ে একটি রুশ ক্ষেপণাস্ত্র আঘাতের পর দক্ষিণ-পূর্ব ইউক্রেনের শহর জাপোরিঝিয়াতে অন্তত একজন নিহত হয়েছে।’


বিজ্ঞাপন


ইউক্রেনীয় গণমাধ্যমগুলো ক্ষতিগ্রস্ত বিল্ডিংগুলোর বেশ কয়েকটি প্রতিবেদনে পোড়া অ্যাপার্টমেন্টগুলোকে দেখিয়েছে। তার মধ্যে কয়েকটি অ্যাপার্টমেন্টে আগুন জ্বলতে দেখা গেছে।

জাপোরিঝিয়া সিটি কাউন্সিলের সেক্রেটারি আনাতোলি কুর্তিয়েভ বলেছেন, ক্ষেপণাস্ত্র হামলায় ২৫ জন আহত হয়েছেন, তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। আহতদের মধ্যে দু’জন শিশুও রয়েছে।

এর আগে ড্রোন হামলায় ইউক্রেনের রাজধানী কিয়েভের দক্ষিণে রিজিশচিভ শহরের একটি উচ্চ বিদ্যালয় এবং দু’টি ছাত্রাবাস আংশিকভাবে ধ্বংস হয়।

জাতিসংঘের সর্বশেষ পরিসংখ্যান অনুসারে, ‘রুশ-ইউক্রেন যুদ্ধে  এ পর্যন্ত ৮,৩১৭ জন বেসামরিক নাগরিক নিহত এবং ১৩ হাজার ৮৯২ জন আহত হয়েছে।’


বিজ্ঞাপন


সূত্র : আল-জাজিরা

এমইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর