শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ঢাকা

রমজান উপলক্ষে আমিরাতে সহস্রাধিক বন্দির মুক্তি

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২১ মার্চ ২০২৩, ০৩:৩৪ পিএম

শেয়ার করুন:

রমজান উপলক্ষে আমিরাতে সহস্রাধিক বন্দির মুক্তি

পবিত্র রমজান মাস উপলক্ষে ১০২৫ জন বন্দিকে ক্ষমা করে ও মুক্তি দেওয়ার নির্দেশ দিয়েছেন সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান।

খালিজ টাইমসের খবরে বলা হয়েছে, রমজান মাস উপলক্ষে বন্দিদের ক্ষমা করার উদ্দেশ্য হলো- পারিবারিক সংহতি বৃদ্ধি করা, মা ও শিশুদের সুখ ফিরিয়ে আনা এবং মুক্তিপ্রাপ্ত বন্দিদের সৎ পথে ফিরে আসার সুযোগ প্রদান করা।


বিজ্ঞাপন


সংযুক্ত আরব আমিরাতের শাসকদের জাতীয় দিবস, ঈদ বা রমজানের মতো উল্লেখযোগ্য অনুষ্ঠানে বন্দিদের ক্ষমা করার ঘটনা সাধারণ। গত বছর আমিরাতের ৫১তম জাতীয় দিবস উপলক্ষে শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান ১৫৩০ জন বন্দিকে মুক্তি দেওয়ার আদেশ দিয়েছিলেন। এছাড়াও তাদের আর্থিকভাবে সহযোগিতা করা হয়েছিল।

সংযুক্ত আরব আমিরাতের চাঁদ দেখা কমিটি ২০২৩ সালের রমজান শুরু হবে তা নির্ধারণ করতে আবুধাবি জুডিশিয়াল ডিপার্টমেন্টে মাগরিবের নামাজের পরে ২১ মার্চ (২৯ শা'বান) মঙ্গলবার বৈঠকে বসবে। চাঁদ দেখার ভিত্তিতে ২২ মার্চ বুধবার বা ২৩ মার্চ বৃহস্পতিবার পবিত্র রমজান মাস শুরু হতে চলেছে।

বিচার মন্ত্রী আবদুল্লাহ সুলতান বিন আওয়াদ আল নুয়াইমির সভাপতিত্বে বৈঠকে বেশ কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তা উপস্থিত থাকবেন।

একে

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর