শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ঢাকা

স্পেসএক্সে পৃথিবীতে ফিরলেন চার নভোচারী

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১২ মার্চ ২০২৩, ১১:৫২ এএম

শেয়ার করুন:

স্পেসএক্সে পৃথিবীতে ফিরলেন চার নভোচারী

আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পাঁচ মাসের মিশন শেষে পৃথিবীতে ফিরেছেন চার নভোচারী। শনিবার গভীর রাতে স্পেসএক্সের ক্যাপসুলে করে তারা পৃথিবীতে ফেরেন। মহাকাশ থেকে ফ্লোরিডা উপকূলে মেক্সিকো উপসাগরে এসে নামেন তারা।

গত অক্টোবরে তারা আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পৌঁছন। মার্কিন-রাশিয়ান-জাপানি ক্রুরা আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পাঁচ মাস কাটিয়েছেন। মহাকাশে উড়ে যাওয়া প্রথম আমেরিকান নারী নাসার নিকোল ম্যানের নেতৃত্বে মহাকাশচারীরা শনিবার সকালে মহাকাশ স্টেশন থেকে পৃথিবীর উদ্দেশ্যে রওনা দেন।


বিজ্ঞাপন


Four astronauts fly SpaceX back home

১৯ ঘণ্টার কম সময়ে তাদের বহন করা ড্রাগন ক্যাপসুলটি মেক্সিকো উপসাগরে নামে। এক সপ্তাহ আগে তাদের পৃথিবীতে ফেরার কথা থাকলেও বাতাসের তীব্রতা ও ঢেউয়ের কারণে তারা ফিরতে পারেননি।

পৃথিবীতে ফেরা নভোচারী মান রেডিওয়েড বলেন, বাড়িতে ফিরতে পেরে খুশি লাগছে। মুখে বাতাস নিতে, তাজা ঘাসের গন্ধ পেতে এবং পৃথিবীর সুস্বাদু খাবার উপভোগ করার জন্য তর সইছে না।

তাদের মধ্যে আরেক নভোচারী জাপানের কোইচি ওয়াকাটা। এছাড়া রাশিয়ান মহাকাশচারী আনা কিকিনা 'আসল কাপ থেকে, প্লাস্টিকের ব্যাগ থেকে নয়' গরম চা পান করতে উদগ্রিব।

সূত্র: এপি

একে

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর