ভারতের বর্ষীয়ান অভিনেতা অমিতাভ বচ্চন, ধর্মেন্দ্র ও শীল্পপতি মুকেশ আম্বানির বাড়ি বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি মিলেছে। এমন হুমকির একটি ফোনকল পেয়েছেন নাগপুরের পুলিশ কন্ট্রোল। এরপরই মুম্বাই পুলিশকে এলার্ট থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
এনডিটিভির খবরে বলা হয়েছে, কোথা থেকে ফোন এসেছে, কোন উদ্দেশে, কে বা কারা ফোনটি করেছিল, তা খতিয়ে দেখছে মুম্বাই পুলিশ।
বিজ্ঞাপন
পুলিশ জানিয়েছে, মঙ্গলবার নাগপুর পুলিশ কন্ট্রোল রুমে একটি ফোন আসে। ফোনের ওপার থেকে ভেসে আসা গলায় জানানো হয়, বিগ বি ও ধর্মেন্দ্র এবং মুকেশ আম্বানির বাংলো বোমা মেরে উড়িয়ে দেওয়া হবে। ফোনে এও দাবি করা হয় যে ইতোমধ্যেই মুম্বাইয়ের দাদারে অস্ত্রসস্ত্র নিয়ে পৌঁছে গেছে ২৫ জন।
ওই ফোনে দাবি করা হয়, ভারতের অন্যতম বাণিজ্যনগরে বড়সড় সন্ত্রাস হামলার ছক রয়েছে। এমন ফোন পেতেই নড়েচড়ে বসে নাগপুর পুলিশ। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় মুম্বাই পুলিশকে। খবর পাওয়ামাত্র তিন সেলিব্রিটির বাড়ির সামনেই বম্ব স্কোয়াড পাঠানো হয়। চলে চিরুনি তল্লাশি।
এরই মধ্যে অমিতাভ ও ধর্মেন্দ্র ও আম্বানির বাংলোর সামনে বাড়ানো হয়েছে নিরাপত্তা। আগে থেকেই মুকেশ আম্বানি ও তার পরিবারকে জেড প্লাস ক্যাটাগরির নিরাপত্তা দেওয়ার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট।
মুম্বাই পুলিশ জানিয়েছে, ফোনটি ভয়া ছিল নাকি উদ্দেশ্যপ্রণোদিতভাবেই করা হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। কে ফোন করেছিল, তার খোঁজও শুরু হয়েছে।
বিজ্ঞাপন
মুম্বাইয়ে মোট পাঁটি বাংলো রয়েছে অমিতাভের। তবে বর্তমানে তিনি থাকেন জলসায়। জুহুর বাংলোয় থাকেন ধর্মেন্দ্র। আর ভারতের অন্যতম দামি বাড়ি আন্তালিয়ায় থাকে আম্বানি পরিবার।
একে

