বাড়িতে বসে কাজ করতে চান এক তৃতীয়াংশ ইউরোপীয়। ইউরোজোনের বাসিন্দাদের ওপর চালানো এক জরিপে এমন তথ্য উঠে এসেছে।
জরিপে দেখা গেছে, তাদের এক তৃতীয়াংশ ঘরে বসে অফিস করতে চান। এমনকি এ কাজের জন্য তারা তাদের চাকরিও বদলাতে রাজি। খবর ডয়চে ভেলের
বিজ্ঞাপন
বুধবার প্রকাশিত ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক ইসিবির জরিপের ফলাফল থেকে এ ধারণা পাওয়া গেছে। ব্যবসা ও অন্যান্য প্রতিষ্ঠানগুলো এ সংক্রান্ত নীতি নির্ধারণের বিষয়টি নিয়ে কাজ করছে।
বিশেষ করে ইসিবিসহ নানা প্রতিষ্ঠানের কর্মচারী ইউনিয়ন ও মালিকদের মধ্যে এ নিয়ে টানাপোড়েনের মুখে বিষয়টি নিয়ে তোড়জোর শুরু হয়েছে।
গবেষণায় বলা হয়েছে, ‘কর্মচারীরা এমনকি চাকরি বদলাতে রাজি, যদি তাদেরকে ঘরে বসে কাজ করার সুযোগ দেয়া হয়। ৩০ ভাগ কর্মী ঘর থেকে কাজ করতে চান।’
গবেষণায় আরও বলা হয়, কর্মচারীরা ঘর থেকে কাজ করার সুযোগ পেতে নতুন করে চাকরি খুঁজছেন। সেখানে দেখানো হয়, দুই তৃতীয়াংশ কর্মী সপ্তাহে অন্তত একদিন ঘরে বসে কাজ করতে চান। এর কারণ হিসেবে তারা অফিসে যাতায়াতের সময় বাঁচানোর কথা বলেন।
বিজ্ঞাপন
যাদের ঘর থেকে অফিস যেতে এক ঘণ্টার বেশি সময় লাগে তারা মাসে অন্তত ১০দিন ঘরে বসে কাজ করার পক্ষে। যাদের ১৫ মিনিটের কম লাগে তারা গড়ে ছয়দিন ঘরে বসে অফিস করতে চান।
একে

