শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ঢাকা

শুনেই মুখস্ত কোরআন, অন্ধ শিশুর নির্ভুল তেলাওয়াত ভাইরাল

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৯ ফেব্রুয়ারি ২০২৩, ১২:৫৭ পিএম

শেয়ার করুন:

শুনেই মুখস্ত কোরআন, অন্ধ শিশুর নির্ভুল তেলাওয়াত ভাইরাল

মোহাম্মদ এসা আব্দুল হাদি একাধিক জন্মগত অক্ষমতা নিয়ে জন্মগ্রহণ করে। সে দেখতে পারে না, হাঁটতে পারে না। এমনকি নিজেকে প্রকাশ করতে পারে না। কিন্তু তার কিরাআত (কোরআন তিলাওয়াত) ত্রুটিহীন এবং সে বিশ্ববিখ্যাত ইসলামী তেলাওয়াতকারীদের অনুকরণ করতে পারে। কোনও আনুষ্ঠানিক শিক্ষা বা বাহ্যিক সমর্থন ছাড়াই মোহাম্মদ কোরআনের বড় অংশ মুখস্ত করেছেন। 

ভারতীয় প্রবাসী আব্দুল হাদির সন্তান মোহাম্মদ এসার বয়স এখন ১৩ বছর। তারা দুবাইয়ে বসবাস করেন। তার বাবা আব্দুল হাদি বলেন, 'ছোটবেলা থেকেই আমরা তার কাছে কুরআন পড়তাম। তার বয়স যখন প্রায় চার বছর তখনই আমরা লক্ষ্য করেছি যে সে কত দ্রুত কোরআনের আয়াতগুলো মুখস্ত করেছে এবং আবৃত্তি করছে। এরপর আমরা তার প্রতি সমর্থন বাড়িয়ে দিয়েছি এবং উৎসাহ দিয়েছি।


বিজ্ঞাপন


ভারতীয় এই প্রবাসী আরও লক্ষ্য করেছেন যে, মোহাম্মদ শুধু আয়াতগুলো আবৃত্তি করতে পারে না বরং আবদুল বাসিত, আব্দ উস-সামাদ এবং শেখ ইউসুফ এডগৌচের মতো আন্তর্জাতিকভাবে সুপরিচিত ক্বারিদের মতো করে সুর দিতে পারে। 

বাবা-মা ছাড়াও বড় বোন সুমাইয়া ও আয়েশা নিয়মতি মোহাম্মদের পাশে পবিত্র কোরআন তেলাওয়াত করে। আব্দুল হাদি বলেন, 'সুমাইয়া প্রথমে তাকে সূরা আশ-শামস পড়ে শোনান। সে এখনও এর আয়াতগুলো তেলাওয়াত করতে ভালোবাসে। 

মোহাম্মদ স্কুলে যায় না। এমনকি খাওয়া সময় হলে বা টয়লেটে যেতে হলেও সে অন্য কাউকে বলতে পারে না। তার বাবা বলেন, 'যদিও সে খুব দ্রুত কোরআন শিখতে পারে, তবুও আমরা তাকে কোনও স্কুলে পাঠাতে পারি না কারণ তার শেখা নির্ভর করে তার মেজাজের ওপর।'

mohammad essa
মোহাম্মদ এসার তেলাওয়াতে মুগ্ধ হয়ে তাকে খুঁজতে পুলিশ পাঠান কাবা শরিফের ইমাম- খালিজ টাইমস

গত মাসে মোহাম্মদ এসা আইনস্টাইন ওয়ার্ল্ড রেকর্ডস দ্বারা আয়োজিত একটি ইভেন্টে পবিত্র কোরআনের দীর্ঘতম অধ্যায় সূরা আল বাকারা আড়াই ঘণ্টা ধরে তেলাওয়াত করে। এর মাধ্যমে রেকর্ড গড়ে সে। দীর্ঘ সময় ধরে পবিত্র কোরআন মুখস্ত ও তেলাওয়াত করার জন্য তিনি প্রতিবন্ধী শিশুদের মধ্যে প্রথম বালক হিসেবে স্বীকৃতি পান।

এরপর মোহাম্মদ এসার কোরআন তেলাওয়াতের ভিডিও ভাইরাল হয়েছে। নেটিজেনরা তার প্রশংসায় মেতেছেন। 

মোহাম্মদ এসার বাবা একটি নাটকীয় ঘটনার কথা জানান। তিনি বলেন, মোহাম্মদের বয়স যখন পাঁচ বছর। তখন আমরা ওমরাহ পালন করতে গিয়েছিলাম। কাবার চারপাশে তাওয়াফ করার সময় সে জোরে কোরআন তেলাওয়াত শুরু করে। এসময় প্রায় ৭০০ লোক আমাদের দেখছিল। আমি কেঁদে ফেলেছিলাম। 

তার প্রতিভা এখানেই শেষ নয়। এত সুন্দর কোরআন তেলাওয়াতের কথা শুনে মসজিদুল হারামের ইমাম মোহাম্মদ এসা ও তার বাবাকে খুঁজতে পুলিশের দল পাঠান। আব্দুল হাদি বলেন, 'আমাদের ইমামের কাছে নিয়ে যাওয়া হয় এবং আমরা তার পাশে দাঁড়িয়ে নামাজ পড়ি। পরে পুলিশ আমাদেরকে হাজরে আসওয়াদে নিয়ে যায়, যেখানে আমরা এটি স্পর্শ করতে সক্ষম হয়েছিলাম। এটি আমাদের সবচেয়ে মূল্যবান স্মৃতিগুলোর মধ্যে অন্যতম।'

Mohammed Essa
কোরআন তেলাওয়াতের বিশ্ব রেকর্ড গড়েছে সে- খালিজ টাইমস 

তার বোন বিএসসির ছাত্রী সুমাইয়া। এছাড়া মিডলসেক্স ইউনিভার্সিটির সাইকোলজি এবং আল ওয়ারকার নিজস্ব ইংলিশ হাই স্কুলের ১২ গ্রেডের ছাত্রী আরেক বোন আয়েশা। তিনি মোহাম্মদকে এসাকে মিষ্টি ভাই হিসেবে উল্লেখ করে বলেন, 'আমি সবসময় এসে তাকে আমার সব সমস্যা বা পরীক্ষার চাপের কথা বলি। সে খুব বেশি সাড়া দেয় না তবে সে একজন ভাল শ্রোতা। কখনও কখনও, সে সুন্দর উপদেশ দেয়। তার সাথে কথা বলার পর আমি সবসময় ভাল বোধ করি।'

বাইরে যেতে পছন্দ করে মোহাম্মদ। এজন্য পরিবারটি প্রায়ই দূরে ঘুরতে যায়। আব্দুল হাদী বলেন, 'সে খোলা জায়গায় থাকতে এবং নৌকায় যেতে পছন্দ করেন। আমরা প্রায়শই মুসান্ডামে যাই কারণ সে পানিতে থাকতে পছন্দ করে।পথে, আমরা প্রায়শই মান্ডি খাই কারণ এটি তার প্রিয় খাবার।'

আব্দুল হাদি বলেন যে, তিনি অফিসে যাওয়ার আগে মোহাম্মদ এসা জানতে চান যে অফিস থেকে ফিরে কোন সুরাটি শুনতে চান। অফিস থেকে ফেরার পর বাবার কাঁধে উঠে সেই সুরা তেলাওয়াত করে সে। আব্দুল হাদির কথায়, 'এটা এমন কিছু যার জন্য আমরা দুজনেই সত্যিই প্রতিদিন অপেক্ষায় থাকি।'

সূত্র: খালিজ টাইমস

একে

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর