বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ঢাকা

আমিরাতের মিনহাদ জেলার নাম এখন হিন্দ সিটি

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ৩১ জানুয়ারি ২০২৩, ০৪:১৪ পিএম

শেয়ার করুন:

আমিরাতের মিনহাদ জেলার নাম এখন হিন্দ সিটি

সংযুক্ত আরব আমিরাতের ভাইস প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী এবং দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাখতুম আল মিনহাদ জেলা এবং এর আশেপাশের এলাকাগুলোর নাম পরিবর্তন করে 'হিন্দ সিটি' রেখেছেন। রোববার আমিরাতের সরকারি বার্তা সংস্থা ডব্লিউএএম এমন তথ্য জানিয়েছে জানিয়েছে।

খবর বলা হয়েছে, শহরটি চারটি অঞ্চলে বিভক্ত এবং সংযুক্ত আরব আমিরাতের বাসিন্দাদের বাড়ি রয়েছে। শহরটিতে চারটি অঞ্চল রয়েছে- হিন্দ ১, হিন্দ ২, হিন্দ ৩ এবং হিন্দ ৪ এবং ৮৩.৯ কিলোমিটার এলাকাজুড়ে রয়েছে।


বিজ্ঞাপন


শহরটি এমিরেটস রোড, দুবাই-আল আইন রোড এবং জেবেল আলি-লেহবাব রোডের মতো গুরুত্বপূর্ণ রাস্তার সঙ্গে সংযুক্ত।

দুবাই শাসকের নির্দেশ অনুসারে আল মিনহাদ অঞ্চল এবং এর পার্শ্ববর্তী অঞ্চলগুলোর নাম পরিবর্তন করে 'হিন্দ সিটি' করা হয়েছে।

এর আগে ২০১০ সালে আমিরাতের প্রেসিডেন্ট এবং আবুধাবির শাসক বুর্জ দুবাইয়ের নাম পরিবর্তন করে বুর্জ খলিফা রেখেছিলেন। আমিরাতের সাবেক প্রেসিডেন্ট ২০২২ সালের ১৩ মে মারা যান।

শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাখতুম সংযুক্ত আরব আমিরাতের সাবেক ভাইস প্রেসিডেন্ট এবং দুবাইয়ের শাসক শেখ রশিদ বিন সাইদ আল মাখতুমের তৃতীয় পুত্র। ২০০৬ সালে তার ভাই মাখতুমের মৃত্যুর পর আমিরাতের ভাইস প্রেসিডেন্ট এবং দুবাইয়ের শাসক হিসেবে দায়িত্ব নেন।


বিজ্ঞাপন


আল মাখতুমের আরেকটি পরিচয় হলো তিনি বিশ্বের অন্যতম বিশিষ্ট রিয়েল এস্টেট ডেভেলপার।

একে

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর