মাইনাস ২০ ডিগ্রি তাপমাত্রা। আমরা সাধারণ আবহাওয়ার মধ্যে থাকা বাসিন্দারা সেই তাপমাত্রা কল্পনাও করতে পারি না। যতদূর চোখ যায়, সাদা আর সাদা। তুষারের পুরু চাদরে ঢাকা পড়েছে সবকিছু। ভারতের কাশ্মিরের লাদাখের অবস্থা এমন। এর মধ্যেই অনশন চালিয়ে যাচ্ছেন ‘থ্রি ইডিয়টস’ খ্যাত ওয়াংচুক।
সোনম ওয়াংচুকের ৫ দিনের অনশন চলছে। হিমাঙ্কের থেকে ২০ ডিগ্রি কম তাপমাত্রায় শুয়ে কাঁপা কাঁপা অথচ প্রত্যয়ী কন্ঠে টুইটারে বার্তা দেন তিনি। তাকে গৃহবন্দী কিংবা তার চেয়েও খারাপ পরিস্থিতিতে রাখা হয়েছে বলে জানিয়েছেন তিনি।
বিজ্ঞাপন
নানা সমস্যায় জর্জরিত লাদাখের মানুষ। বিপর্যস্ত তুষাররাজ্যের বাস্তুতন্ত্র। সোনম ওয়াংচুকের দাবি, রাজনীতি থেকে সরকারি প্রকল্প, নানা কারণে ক্ষতির মুখে লাদাখ। বিপন্ন সেখানকার প্রকৃতি ও জনজীবন। এই সব বিষয়ে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতে চান তিনি।
ওয়াংচুক চান, প্রধানমন্ত্রী দ্রুত বিষয়টি নিয়ে হস্তক্ষেপ করুন। লাদাখের সব রাজনৈতিক নেতাদের নিয়ে আলোচনার দাবি করলেন তিনি আবারও। এর আগেও একটি ভিডিও প্রকাশ করেন সোনম ওয়াংচুক।
ওয়াংচুক বলেন, 'লাদাখে সব ঠিকঠাক নেই! আমার সর্বশেষ ভিডিওতে, আমি নরেন্দ্র মোদিকে হস্তক্ষেপ করার জন্য এবং পরিবেশ-ভঙ্গুর লাদাখকে সুরক্ষা দেওয়ার জন্য আবেদন করছি। সরকার ও বিশ্বের দৃষ্টি আকর্ষণ করার জন্য আমি ৫ দিনের #ClimateFast-এ বসার পরিকল্পনা করছি ২৬ জানুয়ারি থেকে খারদুংলা পাসে ১৮ হাজার ফুট উচ্চতায় -৪০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়।'
আপাতত তিনি এক খোলা ছাদের উপর শুয়ে আছেন হায়াল ক্যাম্পাসে। চারিদিকে বরফ আর বরফ। তার দাবি, তাকে আর এগোতে দেওয়া হয়নি। প্রশাসনের তরফে তাকে জানানো হয়েছে, খারডুংলা এখন বরফে ঢাকা। তাই তাকে এগোতে দেওয়া যাবে না। সেখানে তার শারীরীক ক্ষতি হতে পারে।
বিজ্ঞাপন
— Sonam Wangchuk (@Wangchuk66) January 27, 2023
কিন্তু ওয়াংচুক জানিয়েছেন, খারডুংলা টপ তুষারাবৃত ঠিকই, কিন্তু খারডুংলা বেসে তো স্বাস্থ্য সংক্রান্ত সব সুবিধাই আছে। তাই তাকে এগোতে দেওয়া হোক।
ভিডিও শেষে তিনি ফের আশা প্রকাশ করেছেন, তার এই অনশন শিগগিরিই প্রধানমন্ত্রীর নজরে আসলে, তিনি যেন লাদাখের সমস্যাটির প্রতি নজর দেন ও দ্রুত হস্তক্ষেপ করেন।
সোনম ওয়াংচুকের অনুপ্রেরণাতেই তৈরি হয়েছিল আমির খানের বিখ্যাত ছবি ‘থ্রি ইডিয়টস’ এর প্রধান চরিত্র ফুংসুক ওয়াংরু। লাদাখে সমাজসেবামূলক কাজের জন্য তিনি বিখ্যাত। ২০১৮ সালে সোনম ‘হিমালয়ান ইনস্টিটিউট অফ অলটারনেটিভস’ নামে এক শিক্ষা প্রতিষ্ঠান চালু করেন। তিনি ২০১৮ সালে পান রমন ম্যাগসাইসাই সম্মান। তার উদ্দেশ্য বরাবর লাদাখের উন্নয়ন।
সূত্র: এনডিটিভি
একে

