বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ঢাকা

পূর্ব ইউক্রেনের শহরাঞ্চলে তীব্র রুশ হামলা, নিহত ৩

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২৮ জানুয়ারি ২০২৩, ০৮:২৩ পিএম

শেয়ার করুন:

পূর্ব ইউক্রেনের শহরাঞ্চলে তীব্র রুশ হামলা, নিহত ৩
পূর্ব দোনেৎস্ক অঞ্চলে রাশিয়া তার আক্রমণ জোরদার করছে

পূর্ব ইউক্রেনের শহরাঞ্চলে তীব্র হামলা চালিয়েছে রাশিয়া। সেখানকার দোনেৎস্ক অঞ্চলের দক্ষিণ-পশ্চিমে ভুলেদার শহর নিয়ন্ত্রণে রুশ ও ইউক্রেনীয় সেনারা এখন তীব যুদ্ধে লিপ্ত হয়েছে। এমন সময়ে রুশ হামলায় তিন ইউক্রেনীয় নাগরিক মারা গেছেন।

পূর্ব ইউক্রেনের শহর কোস্তিয়ানতিনিভকার আঞ্চলিক গভর্নর পাভলো কিরিলেঙ্কো বলেছেন, ‘একটি আবাসিক এলাকায় রুশ বাহিনীর হামলায় তিনজন নিহত এবং কমপক্ষে দু’জন আহত হয়েছেন।’


বিজ্ঞাপন


তিনি আরও জানান, রুশ হামলায় চারটি অ্যাপার্টমেন্ট বিল্ডিং এবং একটি হোটেল ক্ষতিগ্রস্ত হয়েছে। পুলিশ ও উদ্ধারকারী কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছেছেন। তারা রাশিয়ান যুদ্ধাপরাধের বিষয়টি নথিভুক্ত করতে কাজ করছেন।

এর আগে কিরিলেঙ্কো বলেছিলেন যে গত ২৪ ঘন্টায় রাশিয়ার হামলায় চারজন নিহত এবং কমপক্ষে সাতজন আহত হয়েছেন।

এদিকে বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে, ইউক্রেনীয় সেনারা দোনেৎস্ক অঞ্চলের দক্ষিণ-পশ্চিমে অবস্থিত ভুহলেদার শহরের নিয়ন্ত্রণের জন্য রাশিয়ান যোদ্ধাদের সঙ্গে ভয়ানক যুদ্ধে জড়িয়ে পড়েছে।

এ বিষয়ে ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, যুদ্ধক্ষেত্রের পরিস্থিতি খুবই ভয়ানক। সেখানে তীব্র লড়াই চলছে। বিশেষ করে পূর্ব দোনেৎস্ক অঞ্চলে রাশিয়া তার আক্রমণ জোরদার করছে।


বিজ্ঞাপন


সূত্র : আল-জাজিরা

এমইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর