শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ঢাকা

ইউক্রেনকে এফ-১৬ যুদ্ধবিমান দিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র!

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২৭ জানুয়ারি ২০২৩, ১০:০৫ পিএম

শেয়ার করুন:

ইউক্রেনকে এফ-১৬ যুদ্ধবিমান দিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র!
এফ-১৬ যুদ্ধবিমান

ইউক্রেনকে এফ-১৬ যুদ্ধবিমান দিতে যাচ্ছে মার্কিন কর্তৃপক্ষ। ফাইনান্সিয়াল টাইমস এমন তথ্য দিয়েছে। এ বিষয়ে যুক্তরাষ্ট্রের সামরিক বিমান নির্মাণকারী প্রতিষ্ঠান লকহিড মার্টিন বলেছে, রাশিয়ার বিরুদ্ধে লড়াই করার জন্য ইউক্রেনের সেনাদের সহযোগিতা করতে তারা কিয়েভ সরকারকে এফ-১৬ জঙ্গিবিমান সরবরাহ করতে প্রস্তুত রয়েছে।

ফাইনান্সিয়াল টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে লকহিড মার্টিন কোম্পানির চিপ অপারেটিং অফিসার ফ্রাঙ্ক সেন্ট জন বলেছেন, ‘এফ-১৬ যুদ্ধবিমান সরবরাহের ব্যাপারে তৃতীয় পক্ষের সঙ্গে ব্যাপক আলোচনা চলছে। এর অর্থ হচ্ছে অন্য যেসব দেশের কাছে এফ-১৬ জঙ্গিবিমান রয়েছে তাদের মাধ্যমে এই বিমান ইউক্রেনে পৌঁছানো হবে।’


বিজ্ঞাপন


সেন্ট জন বলেন, লকহিড মার্টিন কোম্পানি সম্ভাব্য বিমান সরবরাহের আলোচনায় সরাসরি জড়িত নয়। তারপরেও তার কোম্পানি যুদ্ধবিমান উৎপাদন বাড়িয়ে দেওয়ার পরিকল্পনা নিয়েছে। এর ফলে যেসব দেশ তৃতীয় পক্ষ হিসেবে ইউক্রেন সরকারকে যুদ্ধবিমান সরবরাহ করতে চায়, তারা যেন তা সহজে সরবরাহ করতে সক্ষম হয়।

বুধবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইউক্রেনকে আব্রামস ট্যাংক সরবরাহ করার ঘোষণা দেন। এর এক দিন পর লকহিড মার্টিন কোম্পানির চিফ অপারেটিং অফিসার ইউক্রেনকে তৃতীয় পক্ষের মাধ্যমে জঙ্গিবিমান সরবরাহের কথা জানালেন।

আমেরিকা ইউক্রেনকে আব্রামস ট্যাংক সরবরাহের ঘোষণা দেওয়ার পর, দেশটির ইউরোপের মিত্ররা ট্যাংক সরবরাহের বিষয়টি জোরদার করেছে। জার্মানিও ইউক্রেনকে বহুল আলোচিত লেপার্ড ট্যাংক দেবে।

সূত্র : ফাইনান্সিয়াল টাইমস


বিজ্ঞাপন


এমইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর