বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ঢাকা

নিউক্লিয়ার মেডিসিন তৈরিতে শীর্ষ ৫ দেশের একটি হচ্ছে ইরান!

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২৫ জানুয়ারি ২০২৩, ১০:২৭ পিএম

শেয়ার করুন:

নিউক্লিয়ার মেডিসিন তৈরিতে শীর্ষ ৫ দেশের একটি হচ্ছে ইরান!
ইরানি আণবিক শক্তি সংস্থার প্রধান মোহাম্মাদ ইসলামি

নিউক্লিয়ার মেডিসিন তৈরিতে ইরান বিশ্বের শীর্ষ পাঁচটি দেশের তালিকায় স্থান করে নিয়েছে। দেশটির আণবিক শক্তি সংস্থার প্রধান মোহাম্মাদ ইসলামি এমন মন্তব্য করেছেন। বুধবার তেহরানে মন্ত্রিসভার বৈঠকের অবকাশে এ তথ্য দেন তিনি।

ইরানি আণবিক শক্তি সংস্থার প্রধান আরও বলেন, করোনা মহামারি শেষ হওয়ার পর বিশ্বের ৯টি দেশে নিউক্লিয়ার মেডিসিন রফতানি শুরু হয়েছে। ইরানের বিজ্ঞানীরা নিউক্লিয়ার মেডিসিন তৈরির পর তা বিভিন্ন দেশে পাঠাচ্ছেন।


বিজ্ঞাপন


ক্যান্সার চিকিৎসায় নিউক্লিয়ার মেডিসিন অত্যন্ত কার্যকরি বলে জানান মোহাম্মাদ ইসলামি। তিনি বলেন, বর্তমানে নিউক্লিয়ার মেডিসিনে বিশ্বের শীর্ষ পাঁচ দেশের একটি হচ্ছে ইরান।

ইরানি আণবিক শক্তি সংস্থার এ কর্মকর্তা বলেন, আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা আইএইএ-এর মহাপরিচালক রাফায়েল গ্রোসি ইরান সফর করবেন। তিনি বলেন, ইরানের শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচিতে কোনো ধরনের বিচ্যুতি ঘটেনি বলে আইএইএ'র গোয়েন্দা প্রতিবেদনেও স্বীকার করা হয়েছে।

সূত্র : প্রেস টিভি, তেহরান টাইমস

এমইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর