পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পশ্চিমা অস্ত্র মজুত করছে ইউক্রেন

পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পশ্চিমাদের দেওয়া অস্ত্র মজুত করছে ইউক্রেন। রুশ গোয়েন্দা সংস্থা এমন মন্তব্য করেছে। রাশিয়ার ফরেন ইন্টেলিজেন্স সার্ভিসের (এসভিআর) পরিচালক সের্গেই নারিশকিন বলেছেন, ‘ইউক্রেনের সেনাবাহিনী তাদের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পশ্চিমাদের সরবরাহকৃত ক্ষেপণাস্ত্র এবং কামানের গোলা মজুত করছে।’
সোমবার রুশ গোয়েন্দা সংস্থার এক প্রতিবেদনে বলা হয়েছে, ‘ডিসেম্বরের শেষ সপ্তাহে ইউক্রেন সরকার দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় রিভন পরমাণু স্থাপনায় অস্ত্র ও গোলাবারুদের কয়েকটি চালান পাঠিয়েছে। ওই স্থাপনায় যুক্তরাষ্ট্রের কাছ থেকে পাওয়া হিমার্স রকেট লাঞ্চার, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ও গোলাবারুদের মজুদ গড়ে তোলা হয়েছে।’
এ সম্পর্কে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, ঠিক এ কারণেই এ বিষয়ে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা বা আইএইএ’র সঙ্গে সংলাপ জরুরি। তবে এই মুহূর্তে আইএইএ’র মহাপরিচালক রাফায়েল গ্রোসির সঙ্গে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কোনো বৈঠকের পরিকল্পনা নেই বলেও জানান তিনি।
তবে রাশিয়ার ফরেন ইন্টেলিজেন্স সার্ভিসের প্রতিবেদন প্রত্যাখ্যান করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির অন্যতম উপদেষ্টা মিখাইলো পোদোলিয়াক। তিনি বলেছেন, ‘ইউক্রেন কখনই তার অস্ত্রসস্ত্র পরমাণু স্থাপনাগুলোতে মজুদ করেনি। তিনি উল্টো অভিযোগ করেন, রাশিয়া বরং ইউক্রেনের জাপোরিজ্জিয়া পরমাণু স্থাপনা দখল করে সেখানে সেনা মোতায়েন করে রেখেছে।’
সূত্র : আইএএনএস, দ্যা সিয়াসাত ডেইলি
এমইউ