রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

নিরাপত্তা হুমকির পর ঘুরিয়ে দেওয়া হলো দুবাইগামী ফ্লাইট 

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২৩ জানুয়ারি ২০২৩, ১২:২৯ পিএম

শেয়ার করুন:

নিরাপত্তা হুমকির পর ঘুরিয়ে দেওয়া হলো দুবাইগামী ফ্লাইট 

নিরাপত্তা হুমকি পেয়ে দুবাইগামী একটি ফ্লাইট ঘুরিয়ে দেওয়া হয়েছে। পোল্যান্ডের রাজধানী ওয়ারশ থেকে দুবাই যাচ্ছিল ফ্লাইটটি। পরে সেটি পোল্যান্ডের দ্বিতীয় বৃহত্তম ও অন্যতম পুরাতন শহর ক্রাকোর দিকে ঘুরিয়ে দেওয়া হয়।

খালিজ টাইমসের খবরে বলা হয়েছে, ২২ জানুয়ারি ফ্লাইদুবাই এর ফ্লাইট এফজেড ১৮৩০ ওয়ারশের চোপিন বিমানবন্দর থেকে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরের দিকে রওনা দিয়েছিল। ফ্লাইদুবাই এর একজন মুখপাত্র এই তথ্য নিশ্চিত করেছেন।


বিজ্ঞাপন


তিনি বলেন, 'ক্রাকোয় অবতরণের পর নিরাপত্তা প্রোটোকলের সঙ্গে সামঞ্জস্য রেখে স্থানীয় কর্তৃপক্ষের প্রয়োজনীয় স্ক্রিনিংয়ের পর বিমানটিকে খালি করা হয়। হুমকি সংশ্লিষ্ট কিছু পাওয়া যায়নি। আমরা যাত্রীদের পরবর্তী ভ্রমণের ব্যবস্থা নিয়ে কাজ করছি।'

সম্প্রতি রাশিয়ার রাজধানী মস্কো থেকে ভারতের গোয়াগামী চাটার্ড ফ্লাইটে বোমা হামলার হুমকি মেলে। এরপরই সেটির রুট ঘুরিয়ে উজবেকিস্তানে নিয়ে যাওয়া হয়।

সেসময় এক পুলিশ কর্তা জানান, আজুর এয়ারের এজেডভি-২৪৬৩ ফ্লাইটটি ভারতীয় আকাশসীমায় প্রবেশ করার আগেই তার রুট বদলে দেওয়া হয়।

একে

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর