শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ঢাকা

‘ফিলিস্তিন এখন যেকোনো সময়ের চেয়ে বেশি শক্তিশালী’

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৯ জানুয়ারি ২০২৩, ১০:৫৫ পিএম

শেয়ার করুন:

‘ফিলিস্তিন এখন যেকোনো সময়ের চেয়ে বেশি শক্তিশালী’
ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ান

ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ান বলেছেন, ফিলিস্তিন এখন অতীতের যেকোনো সময়ের চেয়ে বেশি শক্তিশালী। তিনি আজ (বৃহস্পতিবার) গাজা দিবস উপলক্ষে এক টুইটার বার্তায় এমন কথা বলেছেন।

ইরানি পররাষ্ট্রমন্ত্রী বলেন, ফিলিস্তিনের ওপর নানা ধরনের সামরিক, রাজনৈতিক ও অর্থনৈতিক যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়েছে। তবে এসবের মোকাবেলায় সব সময় প্রতিরোধ সংগ্রামে বিজয় অর্জন করেছে দেশটি।


বিজ্ঞাপন


আমির আব্দুল্লাহিয়ান আরও বলেছেন, ফিলিস্তিন পশ্চিম তীর থেকে গাজা পর্যন্ত সর্বত্রই আগের চেয়ে বেশি শক্তি অর্জন করেছে এবং শত্রুরাও শক্তির ভারসাম্যে পরিবর্তনের বিষয়টি উপলব্ধি করতে সক্ষম হয়েছে।

ইরানের সংসদ ২০০৮ সালের ২২ দিনের যুদ্ধের প্রতি সম্মান জানিয়ে ১৯ জানুয়ারিকে গাজা দিবস হিসেবে নামকরণ করেছে। ইরানে প্রতি বছর ১৯ জানুয়ারি গাজা দিবস হিসেবে পালিত হয়।   

উল্লেখ্য, ৭০ বছরেরও বেশি সময় ধরে ইসরায়েল ফিলিস্তিনিদের অধিকার লঙ্ঘন করে যাচ্ছে।

সূত্র : প্রেস টিভি


বিজ্ঞাপন


এমইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর