অধিকৃত পশ্চিম তীরে একটি শরণার্থী শিবিরে অভিযান চালিয়ে দুই ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি সেনারা। বৃহস্পতিবার এমন তথ্য দিয়েছে স্থানীয় গণমাধ্যমগুলো। জানা গেছে, একটি বিশেষ ইসরায়েলি বাহিনী ওই স্থানে হামলা করেছে।
এ বিষয়ে সরকারি প্যালেস্টাইন টিভি জানিয়েছে, ‘ফিলিস্তিনের জেনিন শরণার্থী শিবিরে তাণ্ডব চালিয়েছে ইসরায়েলি সেনারা। এ সময় দখলদার সেনাদের গুলিতে নিহত হন দু’ফিলিস্তিনি। তাদের নাম হলো, আদম জাবারিন ও জাওয়াদ বাওয়াকনা।’
প্রত্যক্ষদর্শীরা আনাদোলু এজেন্সিকে জানিয়েছেন, ‘বৃহস্পতিবার ভোরে ইসরায়েলি সেনাদের একটি বিশেষ বাহিনী ফিলিস্তিনি শরণার্থী শিবিরে হামলা চালায়। এ সময় তারা অন্যান্য সামরিক শক্তি বৃদ্ধি করে আবারও সেখানে অক্রমণ করে।’
এরপর ইসরায়েলি সেনাবাহিনী ও ফিলিস্তিনি বন্দুকধারীরা সংঘাতে লিপ্ত হয়। এ সময় জায়নবাদী সেনাদের অনুপ্রবেশ বন্ধ করার জন্য ফিলিস্তিনিরা চেষ্টা করেছে। এ কারণেই মূলত সেখানে সংঘাত বাঁধে।
সাম্প্রতিক সপ্তাহগুলোতে পশ্চিম তীরে উত্তেজনা চলছে। সেখানে বারবার ইসরায়েলি সেনাদের অভিযান চলছে। এসব অভিযানে তারা অসংখ্য ফিলিস্তিনিদের আটক করে ও তাদের বাড়ি-ঘর গুঁড়িয়ে দেয়। এ ধরনের অভিযানের সময়ই মূলত ইসরায়েলি-ফিলিস্তিন সংঘাত শুরু হয়। এ সময় বেশ কয়েকজন ফিলিস্তিনিও নিহত হন।
সূত্র : ইয়েনি শাফাক
এমইউ