ব্রিটিশ কাউন্সিলের চাকরি ছেড়ে রাস্তায় চা-জলখাবার বিক্রি করেন তরুণী। নিজের স্বপ্নকে পূরণ করতেই ব্যবসা শুরু করেছেন ইংরেজি স্নাতকোত্তরের ওই ছাত্রী।
দোকানকে বড় করার স্বপ্ন শর্মিষ্ঠা ঘোষের। রাস্তার দোকান থেকেই তিনি বড় ক্যাফের মালিক হবেন। রাস্তায় চা-জলখাবার বিক্রি করতে করতেই স্বপ্নের জাল বোনেন বাঙালি তরুণী। নিজের ব্যবসার জন্য ছেড়েছেন পূর্ণ সময়ের ব্রিটিশ কাউন্সিলের চাকরিও। সেই স্বপ্ন পূরণ করতেই দিনরাত খেটে চলেছেন। খবর এই সময়ের
বিজ্ঞাপন
এর আগে হাওড়ায় ইংরেজিতে স্নাতকোত্তর হয়ে 'এমএমএ ইংলিশ চাওয়ালা' নামে দোকান খুলে জনপ্রিয় হয়েছিলেন এক তরুণী। এবার সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে শর্মিষ্ঠার গল্প। তিনি দিল্লির ক্যান্টনমেন্টের গোপীনাথ বাজারে জলখাবার এবং চা বিক্রি করেন। ভাবনা রাও নামে এক বান্ধবীর সঙ্গেই ঠেলা গাড়িতে করে খাবার বিক্রি করেন শর্মিষ্ঠা।

কেন উচ্চ শিক্ষিত হয়েও চাকরি ছেড়ে দিয়ে এমন পেশায় গেলেন শর্মিষ্ঠা? এর উত্তরে তিনি জানিয়েছেন, বরাবরই তার নিজের কিছু করার ইচ্ছে ছিল। তাই নিজের স্বপ্ন বাস্তবায়িত করতেই ব্রিটিশ কাউন্সিলের চাকরি ছেড়ে নিজের ব্যবসা খুলতে চেয়েছিলেন তিনি। বর্তমানে রাস্তার পাশে ছোট দোকান হলেও আগামীতে বড় ব্যবসা হবে বলে আশাবাদী বাঙালি তরুণী।
লিংকডইনে শর্মিষ্ঠার জীবনের কথা তুলে ধরেন ভারতীয় সেনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার সঞ্জয় খন্না। তিনি জানিয়েছেন, ইংরেজিতে স্নাতকোত্তর পাশ করার পর শর্মিষ্ঠা ব্রিটিশ কাউন্সিলের লাইব্রেরিতে কাজ করতেন। কিন্তু সেই চাকরি ছেড়ে আপাতত ব্যবসা করছেন।
বিজ্ঞাপন
একে

